×

জাতীয়

জামিন জালিয়াতি বন্ধে সরকার বদ্ধপরিকর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩৯ পিএম

জামিন জালিয়াতি বন্ধে সরকার বদ্ধপরিকর

সংসদে আইনমন্ত্রী আনিসুল হক/ ফাইল ছবি

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আদালতে জামিন জারিয়াতি বন্ধে প্রকৃত অপরাধীদের সনাক্তকরাসহ ফৌজদারী আইনে বিচারের সম্মুখীন করার পাশাপাশি ক্ষেত্রমতে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়ে থাকে। এধরণের জালিয়াতি বন্ধে সরকার বদ্ধপরিকর। সোমবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে চট্টগ্রাম-৭৭ আসনের এমপি আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে আনিসুল হক এ তথ্য জানান। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে সভাপতিত্ব করছিলেন।

জামিন জালিয়াতির বিষয়ে উচ্চ আদালত থেকে আগেই সতর্কীকরণ ব্যবস্থা নেয়া হয়। জামিন দেয়া সংশ্লিষ্ট আদালতের কর্মকর্তার সাথে কারাগার কতৃপক্ষ যোগাযোগ করে জামিন আদেশের সত্যতা সম্পর্কে নিশ্চিতি হওয়াসহ সবধরণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্টে ‘অনলাইন বেইল কনফরমেশন’ সফটওয়ার সিস্টেম চালু রয়েছে। যার মাধ্যমে নিম্ন আদালত উচ্চ আদালত কতৃক জামিনের সত্যতা যাচাই করে নিশ্চিত হতে পারছে। এমপি নূর মোহাম্মদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিচারকদের যাতয়াতের সুবিধার্থে ২০১৮-১৯ অর্থ বছরে সর্বমোট ১১০টি গাড়ি ও ৭টি মাইক্রোবাস দেয়া হয়েছে। এছাড়া ২০১৯-২০ অর্থবছরে ১০৪টি গাড়ি কেনার জন্য ৪১ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App