×

সারাদেশ

চট্টগ্রামে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্ট শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩৭ পিএম

চট্টগ্রামে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্ট শুরু

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্ণামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী দিনের গ্রুপ পর্বের খেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ৬টি জেলা দল অংশ গ্রহণ করে। প্রথমে সকালে রাংগামাটি জেলা দল নোয়াখালী জেলা দলকে ৭-০ গোলে পরাজিত করে। এরপর ফেনী জেলা দল ১-০ গোলে কুমিল্লা জেলা দলকে এবং দুপুরে খাগড়াছড়ি জেলা দল চাঁদপুর জেলা দলকে ১-০ গোলে পরাজিত করেছে।

অপরদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর গ্রুপ পর্বের প্রথম খেলায় রাংগামাটি জেলা দল নোয়াখালী জেলা দলকে ২-১ গোলে পরাজিত করে। এরপর ফেনী জেলা দল ৫-০ গোলে কুমিল্লা জেলা দলকে এবং চাঁদপুর জেলা দল খাগড়াছড়ি জেলা দলকে ৫-০ গোলে পরাজিত করেছে। গতকাল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ.বি.এম আজাদ প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মোঃ সুলতান মিয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগাধীন বিভিন্ন জেলার কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে অনুষ্ঠান ও খেলা উপভোগ করেন।

সোমবার ২০২০ তারিখ উভয় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এ রাংগামাটি জেলা দল বনাম কক্সবাজার জেলা দল, ফেনী জেলা দল বনাম লক্ষীপুর জেলা দল, খাগড়াছড়ি জেলা দল বনাম বান্দরবান জেলা দল এবং চট্টগ্রাম জেলা দল বনাম ব্রাহ্মণবাড়িয়া জেলা দল খেলবে। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এ রাংগামাটি জেলা দল বনাম কক্সবাজার জেলা দল, ফেনী জেলা দল বনাম লক্ষীপুর জেলা দল, চাঁদপুর জেলা দল বনাম বান্দরবান জেলা দল এবং চট্টগ্রাম জেলা দল বনাম ব্রাহ্মণবাড়িয়া জেলা দল খেলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App