×

বিনোদন

চঞ্চল-মমর ‘বক্কর এখন ব্যাংকার’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২৯ পিএম

চঞ্চল-মমর ‘বক্কর এখন ব্যাংকার’

চঞ্চল চৌধুরী ও জাকিয়া বারী মম। ছবি: সংগৃহীত।

ইংরেজি নতুন বছরে প্রথমবারের মতো একসঙ্গে একই নাটকে অভিনয় করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী ও জাকিয়া বারী মম। নাটকটির নাম ‘বক্কর এখন ব্যাংকার’। নির্মাণ করেছেন সকাল আহমেদ। নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। একজন পুলিশ অফিসারের চরিত্রে আছেন জাকিয়া বারী মম।

গত ৩১ জানুয়ারি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা সকাল আহমেদ বলেন, ‘চঞ্চল চৌধুরী এবং মম দুজনই অসাধারণ অভিনয়শিল্পী। দুজন যখন একসঙ্গে অভিনয় করেন তখন দৃশ্যটিই যেন প্রাণবন্ত হয়ে উঠে। গত ঈদে তারা দুজন আমার নির্দেশনায় অভিনয় করেছিলেন। আবারো তারা দুজন অভিনয় করলেন। বক্কর চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। একজন সহজ সরল মানুষ। যিনি সবসময়ই সততার কাছে ঠিক থাকেন। তাকে ঘিরেই মূলত নাটকের গল্প আবর্তিত হয়। আমি খুব আশাবাদী নাটকটি নিয়ে।’

এ প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, ‘সত্যি বলতে কী, আমি এখন গল্প নির্ভর নাটকের প্রতি অধিক মনোযোগ দেওয়ার চেষ্টা করছি। কারণ দর্শক এখন নাটকে নিজেদের জীবনের গল্প, পরিবারের গল্প খোঁজে বেড়ায়। আর ইউটিউব প্ল্যাটফর্মের কারণে নাটক এখন দেশের বাইরে বাংলা ভাষাভাষীরা উপভোগ করেন। তাদের কথা ভেবেও ভালো গল্পের নাটক নির্মাণ করতে হবে। এর আগেও সকাল ভাইয়ের নির্দেশনায় অভিনয় করেছি। বক্কর এখন ব্যাংকার নাটকের গল্পটা ভালো। আমি যথারীতি আমার চরিত্রটি ভালোভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি দর্শকের ভালো লাগবে।’

এ নাটকটি রচনা করেছেন মিজানুর রহমান বেলাল। নাটকটি আসছে রোজার ঈদে আরটিভিতে প্রচার হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App