×

জাতীয়

ইশরাকের জন্য তাপসের সমবেদনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২১ পিএম

ইশরাকের জন্য তাপসের সমবেদনা
পরাজিত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের প্রতি সমবেদনা জানিয়ে উন্নত ঢাকা গড়তে তার সহযোগিতা কামনা করলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনিবাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নির্বাচনের একদিন পর রবিবার ( ২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসেন তিনি। এসময় নগরবাসীর প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। শেখ তাপস বলেন, কোন অশুভ শক্তি যেন ঢাকাকে অচল করতে না পারে সেদিকে আমরা খেয়াল রাখবো। আমরা ধৈর্য্যরে সঙ্গে যেকোন অবস্থা মোকাবেলা করবো। আমরা সকলের জন্য কাজ করবো দল-মত নির্বিশেষে। তিনি বলেন, আমার প্রতিদ্বন্দি বিএনপির প্রার্থী পরাজিত হয়েছেন, তার প্রতি আমার সমবেদনা রইল। আমি আশা করবো, উন্নত ঢাকা গড়ার লে তিনি আমাকে সহযোগিতা করবেন। ঢাকাবাসীর স্বার্থ প্রাধ্যন্য দিয়ে কাজ করতে চান জানিয়ে নব নির্বাচিত এই মেয়র বলেন, আমি সবাইকে নিয়েই কাজ করতে চাই। নির্বাচনের আগেও বলেছি, নগর ভবনের দরজা সকল ঢাকাবাসীর জন্য সবসময় খোলা থাকবে। আমরা দলমত নির্বিশেষে, কিছুক্ষেত্রে রাজনীতির উর্ধ্বে উঠে কাজ করতে চাই। যেটা ঢাকাবাসীর স্বার্থে এবং উন্নয়নে হবে, আমরা সেটাই করবো। নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করায় ঢাকাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নিজের জয় তাদেরকে উৎসর্গ করে তাপস বলেন, আমার বিশ্বাস ছিল ঢাকাবাসী উন্নত ঢাকা গড়ার যে সাড়া দেবেন। সেই সাড়া আমি পেয়েছি। আমরা প্রতিজ্ঞাবদ্ধ ও দৃঢ় প্রত্যয় নিয়ে ঢাকাবাসীর নিকট এসেছিলাম, নগরবাসী সেই রায় দিয়েছেন। আমরা ঐক্যবদ্ধভাবে একটি নবসূচনা করবো। ঢাকাবাসী প্রত্যাশিত যে নগরী তারা চায়, তা উপহার দেব। নির্বাচনী প্রচরণার অংশ হিসেবে ব্যবহৃত ব্যানার-ফেস্টুন সোমবারের মধ্যে সরাতে নির্বাচিত কাউন্সিলর ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তাপস বলেন, আমাদের অনেক কাজ রয়েছে, অনেক কিছু করার রয়েছে। আমরা চাই একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী। সিটি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান ও বিএনপির হরতাল প্রসঙ্গে তিনি বলেন, এটা খুবই দুঃখজনক। ঢাকাবাসী যে রায় দিয়েছেন সেটার বিরুদ্ধে এরকম একটা হরতাল ডেকে ঢাকাকে অচল করার যে প্রচেষ্টা নেয়া হয়েছে। সেজন্য আমি নিন্দা জানাই। এটা কোনভাবেই কাম্য নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App