×

পুরনো খবর

রাতে কেউ ব্যালট ভর্তি করতে পারেনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৮ পিএম

নির্বাচন কমিশনার বলেছেন, নির্বাচনে প্রথম থেকে আচারণ বিধি ভাঙার অভিযোগ ছিল। যাতে আমি মর্মাহত। আচরণবিধি ভাঙার বিষয়ে ব্যবস্থা না নিলে তা থাকা না থাকার কোন পার্থক্য থাকে না। তিনি জানান, ভোটের মাঠে এক পক্ষ মাঠে ছিল, আনেক কেন্দ্র্রে বিপক্ষ দলের এজেন্ট দেখা যায়নি,। আমি সকালে ইস্পাহানী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে গেলে জানতে পারি সকালে সেখানে এজেন্ট থাকলেও পরে তাদের বের করে দেয়া হয়।

তিনি বলেন, ইভিএম ব্যবহার করে সবচেয়ে বড় অর্জন কোন কেন্দ্র্রে শতভাগ ভোট পড়েনি। নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করার সুযোগ ছিল না। এঅপবাদ থেকে আমরা মুক্ত। তবে ঢাকা সিটি ভোট ২৫ শতাংশের নিচে হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে নির্বাচন কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য্ করেন এ কমিশনার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App