×

পুরনো খবর

ইভিএমে ভোট গ্রহণে ধীরগতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৯ পিএম

ইভিএমে ভোট গ্রহণে ধীরগতি

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে একটি বুথে সোয়া এক ঘণ্টায় মাত্র ২টি ভোট পড়েছে। এই স্কুলে মোট তিনটি কেন্দ্র। যেখানে মোট ভোটার ৭ হাজার ২৮৪ জন। অপর তিনটি কেন্দ্রে মোট ভোট পড়েছে ২০১টি।

এই স্কুলের দ্বিতীয় তলার কেন্দ্রে গিয়ে দেখা যায়, বুথ গুলোতে যথাক্রমে ২, ৬, ১৪, ১৩, ২০ ও ৫টি ভোট জমা পড়েছে। এই কেন্দ্রের বুথগুলোতে ধানের শীষের কোন এজেন্ট খোঁজে পাওয়া যায়নি।

তৃতীয় তলার কেন্দ্রের বুথগুলোতে যথাক্রমে ৬, ৯, ১২, ৮, ১৯ ও ১০ ভোট গ্রহণ করা হয়। এই কেন্দ্রের দুটি বুথে ধানের শীষের দুজন এজেন্ট পাওয়া যায়। চতুর্থ তলার কেন্দ্রের বুথগুলোতে যথাক্রমে ৪, ১৩, ১৬, ১০, ১৭ ভোট ১৩ ভোট গ্রহণ করা হয়। এই কেন্দ্রের বুথগুলোতেও ধানের শীষের কোন এজেন্ট পাওয়া যায়নি।

এই কেন্দ্রে থাকা কাউন্সিলর প্রার্থী শাহাব উদ্দিন বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনিসুর রহমান নাঈমের লোকেরা কেন্দ্র দখলের চেষ্টা করেছিল। পড়ে বিজিবি ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App