×

পুরনো খবর

ইভিএমে ফিঙ্গার প্রিন্ট মেলেনি সিইসির!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪০ পিএম

ইভিএমে ফিঙ্গার প্রিন্ট মেলেনি সিইসির!

ভোট দিতে গিয়ে ফিঙ্গার প্রিন্ট না মেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে বিড়ম্বনায় পড়েন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। পরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) দেখিয়ে নিজের ভোট দেন তিনি। শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১ টার দিকে উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজে ভোট দিতে যান তিনি।

এ সময় উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম তার সঙ্গে ছিলেন। পরে এন আইডি কার্ড দেখিয়ে তিনি ভোট দিয়েছেন বলে জানা গেছে। সিইসি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটার। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবার দুই সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App