×

খেলা

১৬৬ রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ০৩:৪৪ পিএম

১৬৬ রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড

ব্যাট করছে নিউজিল্যান্ড। ছবি: সংগৃহীত।

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজে চতুর্থ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।  ভারত ব্যাটিংয়ে নেমে আট উইকেট হারিয়ে ১৬৬ রানের টার্গেট ছুড়ে দিয়েছে নিউজিল্যান্ডকে।

 প্রথমে ব্যাটিংয়ে নেমে ভারত সানজু, কোহলি, লয়ার, রাহুল, শিবাম ‍ও সুন্দরতে দলিয় ৮৮  রানের মধ্যে হারিয়ে চাপে পরে যায়। পরে এস দলের হাল ধরেন পানডে। তিনি দলিয় সর্বোচ্চ ৫০ রান করেন। এরই ধারাবাহিকতায় ভারত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৫ রান। নিউজিল্যান্ডের পক্ষে সোদহি তুলে নেন সর্বোচ্চ তিনটি উইকেট।

ভারতের দেয়া টার্গেট তারা করতে ব্যাটি করছে নিউজিল্যান্ড। শেষ খবর পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ এক উইকেট হারিয়ে আট ওভারে ৫৯ রান। ৪৫ রান নিয়ে মুনরো ও ৯ রান নিয়ে সেইফার্ট ক্রিসে রয়েছেন।

ভারতের একাদশ: সঞ্জু স্যামসন, লোকেশ রাহুল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, মণীশ পাণ্ড্যে, শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরা, নভদীপ সাইনি।

নিউজিল্যান্ডের একাদশ: মার্টিন গাপ্তিল, কলিন মুনরো, টম ব্রুস, রস টেলর, টিম সিফার্ট, ড্যারেল মিচেল, মিচেল সাঁতনার, স্কট কুগলেজিন, টিম সাউদি, ইশ সোধি, হামিশ বেনেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App