জয়ের জরিপ দুই সিটিতেই বিজয়ী আওয়ামী লীগ

আগের সংবাদ

বায়ুদূষণ রোধে সব পদক্ষেপই বিফলে

পরের সংবাদ

মিউজিক ভিডিওতে তানজিন তিশা

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২০ , ১০:২৬ পূর্বাহ্ণ আপডেট: জানুয়ারি ৩১, ২০২০ , ১০:২৬ পূর্বাহ্ণ

সঙ্গীতশিল্পী তাহসান খান ও সুস্মিতা আনিসের ‘স্মৃতির ফানুস’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন অভিনেত্রী তানজিন তিশা। এটাই তার এ বছরে প্রথম কোনো মিউজিক ভিডিওতে কাজ করা। আর এ ভিডিওটির দৃশ্যধারণ করা হচ্ছে কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে। এরই মধ্যে কক্সবাজারে শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। গানের কথা লিখেছেন তাহসান খান ও মেহেদী হাসান লিমন।

সুর করেছেন তাহসান খান এবং সঙ্গীতায়োজন করেছেন মেনন খান। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নাহিয়ান আহমেদ। কক্সবাজার থেকে মুঠোফোনে তানজিন তিশা বলেন, স্মৃতির ফানুস গানটি খুব সুন্দর। এই গানের মিউজিক ভিডিওতে কাজ করার অভিজ্ঞতা আমার খুবই ভালো। আমি সবসময়ই আমার প্রতিটি মিউজিক ভিডিওতে কিছু একটা এক্সক্লুসিভ রাখার চেষ্টা করি।

সহজে বলতে গেলে, আমার মিউজিক ভিডিওগুলো গতানুগতিক নয়; কিছুটা হলেও ব্যতিক্রম হয়। স্মৃতির ফানুস গানটিরও মিউজিক ভিডিও যথারীতি ব্যতিক্রমই হচ্ছে। আশা করছি আমার অন্য মিউজিক ভিডিওর মতোই এই গানটি আমার ভক্ত দর্শকের ভালো লাগবে।

তিনি আরো জানান, আগামী ৮ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ পাবে।

এমএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়