×

রাজনীতি

দেশবাসী আগামী ৪৮ ঘণ্টা ইসির দি‌কে তা‌কি‌য়ে থাকবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ০১:২৪ পিএম

দেশবাসী আগামী ৪৮ ঘণ্টা ইসির দি‌কে তা‌কি‌য়ে থাকবে

সাংবাদিক সম্মেলনে বিএনপি প্রার্থী তাবিথ। ছবি: ভোরের কাগজ।

দেশবাসী আগামী ৪৮ ঘণ্টা ইসির দি‌কে তা‌কি‌য়ে থাকবে

সিনিয়র সাংবাদিকদের সঙ্গে তাবিথ। ছবি: ভোরের কাগজ।

সুষ্ঠু নির্বাচ‌নের লক্ষ্য দেশবাসী আগামী ৪৮ ঘণ্টা নির্বাচন ক‌মিশনের দি‌কে তা‌কি‌য়ে থাকবে বলে মন্তব্য করে‌ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

বৃহস্প‌তিবার (৩০ জানুয়ারি) দুপুর সা‌ড়ে ১১টার দি‌কে জাতীয় প্রেসক্লা‌বে সাংবা‌দিক‌দের সা‌থে মত‌বি‌নিময়ের সময় তি‌নি এসব কথা ব‌লেন। এসময় তি‌নি বি‌ভিন্ন সম‌য়ে সাংবা‌দিক‌দের উপর হামলার নিন্দা জানান এবং সম‌বেদনা প্রকাশ ক‌রেন।

তা‌বিথ আউয়াল ব‌লেন, নির্বাচনের দিন ঘিরে শঙ্কা থাকলেও আমরা যথেষ্ট মনোবল নিয়ে মাঠে থাকবো। ইভিএম এর বিষয়টা নিয়ে এখনও অনিশ্চয়তা আছে। তারপরও আমরা ইতিবাচক মনোভাব নিয়ে এগুচ্ছি। কিন্তু নির্বাচন কমিশনের ভূমিকার উপর নির্ভর করবে নিবার্চন কেমন হবে।

তি‌নি ব‌লেন, দেশ সংকটে আছে। আমরা সকলে বিভক্ত হয়ে গেছি। জনগণের সমস্যা সমাধানে ঐক্য প্রয়োজন। মেয়রের জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করি।

[caption id="attachment_199084" align="aligncenter" width="687"] সিনিয়র সাংবাদিকদের সঙ্গে তাবিথ। ছবি: ভোরের কাগজ।[/caption]

জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম ব‌লেন, নির্বাচন নিয়ে সব শঙ্কা কেটে গেছে। আশা করি সুষ্ঠু নির্বাচন হবে। ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার সুযোগ পাবেন বলে প্রত্যাশা করছি। প্রার্থীরাও প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলে আশা করি। এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, কোষাধ্যক্ষ শ্যামল দত্ত, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী।

এ সময় আরো উপ‌স্থিত ছি‌লেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সা‌বেক সভাপ‌তি ইকবাল সোবাহান চৌধুরী, বাংলা‌দেশ ফেডা‌রেল সাংবা‌দিক ইউনিয়নের মহাস‌চিব এম আব্দুল্লাহ, প্রেসক্লাবের সা‌বেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহ‌মেদ, সা‌বেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শ্যামল দত্ত, ঢাকা সাংবা‌দিক ইউ‌নিয়‌নের সাধারণ সম্পাদ মো. শ‌হিদুল ইসলাম, ‌ডিআরইউর সা‌বেক সাধারণ সম্পাদক মোরসা‌লিন নোমানী, বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা হা‌বিবুর রহমান হা‌বিব, বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক শামা ওবা‌য়েদ, প্রচার সম্পাদক শহীদ উ‌দ্দিন চৌধুরী ত্র্যানীসহ বিএন‌পি তার অঙ্গ সহ‌যো‌গী সংগঠ‌নের নেতাকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App