×

আন্তর্জাতিক

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৭০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ০৯:৫৬ এএম

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৭০

করোনা ভাইরাসে আক্রান্ত। ছবি: সংগৃহীত।

দিন যত যাচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃতের সংখ্যা ততই বেড়েই চলেছে। এখন পর্যন্ত চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। সেই সঙ্গে এই ভাইরাসে প্রায় আট হাজার আক্রান্তের তথ্য জানিয়েছে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ।

মৃতের মধ্যে শুধু উহান শহরেই মারা গেছে ১৬২ জন। বাকিগুলো চীনের অন্যান্য শহরে এবং বুধবার (২৯ জানুয়ারি) ভারতেও আক্রান্ত হয়ে মারা গেছে থাই তরুণী।  এছাড়াও উহান শহরে এ  আক্রান্তের  সংখ্যা ৪৫৮৬ জন। চীন ছাড়া বিশ্বের অন্যান্য দেশে এ পর্যন্ত ৯১ জন আক্রান্তের খবর পটাওয়া গেছে।

ইতোমধ্যে করোনা ভাইরাসটি চীনের শহরগুলো ছাড়ারাও থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, ভারতসহ বিশ্বের ১৯টি দেশে ছড়িয়ে পড়েছে।

করোনা ভাইরাস প্রতিরোধে পুরো বিশ্বকে সতর্ক হতে বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জরুরি স্বাস্থ্যসেবা কর্মসূচির প্রধান ড. মাইক রায়ান।

ভাইরাসটি বিশ্বব্যাপী 'জরুরি অবস্থায়' রয়েছে কিনা তা নিয়ে চীনের বিশেষজ্ঞদের সঙ্গে বৃহস্পতিবার আলোচনায় বসবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App