×

আন্তর্জাতিক

করোনাভাইরাসে এক ভারতীয়র মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ০৪:১৬ পিএম

করোনাভাইরাসে এক ভারতীয়র মৃত্যু

মুনির হোসেন (২৩)। ছবি: সংগৃহীত।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুনির হোসেন (২৩) নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তিনিই দক্ষিণ- পূর্ব এশিয়ার প্রথম ব্যক্তি ও ভারতীয় নাগরিক যিনি মৃত্যু বরণ করেছেন।  মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে তিনি মারা যান।

মুনির হোসেনের বাড়ি ত্রিপুরায়। তিনি দুই বছর ধরে মালয়েশিয়ায় ছিলেন। সেখানে তিনি একটি রেস্টুরেন্টে কাজ করতেন। মালয়েশিয়াতেই তিনি এই ভাইরাসে আক্রান্ত হন। পরে মালয়েশিয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

চিকিৎসকরা জানায়, প্রথমে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন মুনির। এর পর তাঁর রক্তে করোনাভাইরাস ধরা পড়ে।

২০১৮ সালে কাজের সন্ধানে মালয়েশিয়া যান মুনির। ছেলের দেহ কী ভাবে দেশে ফেরাবেন তা ভেবেও দিশেহারা তাঁরা। এদিকে কেরলে চিন ফেরত এক ছাত্রের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। তার ১৮টি রক্তের নমুনা ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App