×

রাজধানী

হজ্জযাত্রীদের বর্ধিত বিমান ভাড়া প্রত্যাহারের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ১১:৪৬ এএম

হজ্জযাত্রীদের বর্ধিত বিমান ভাড়া প্রত্যাহারের দাবি

বাংলাদেশ হজ্জযাত্রী ও হাজী কল্যাণ পরিষদ।

হজ্জ যাত্রীদের বর্ধিত বিমান ভাড়া কমিয়ে ১ লাখ টাকার নিম্নে নির্ধারনের দাবি জানিয়েছে বাংলাদেশ হজ্জযাত্রী ও হাজী কল্যাণ পরিষদ। বুধবার (২৯ জানুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এ সময় সংগঠনটির সভাপতি ড. আব্দুল্লাহ আল নাসের, সহসভাপতি আলহাজ্জ মাওঃ বশির আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্জ আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্জ মাওঃ তাজাম্মুল হুসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলেন, বর্তমানে ওমরা পালনকারীদের ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে বিমান ভাড়া ৪৫-৪৮ হাজার টাকা। একই রুটে হজ্জযাত্রীদের জন্য বিমান ভাড়া বৃদ্ধি করে তিনগুন করে বেসামরিক পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ১ লাখ ৪০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। যা সম্পূর্ণ বেআইনি, অযৌক্তিক হজ্জযাত্রীদের উপর জুলুমের সামিল। এ প্রস্তাব দৃড়ভাবে প্রত্যাক্ষ্যান করে বিমান ভাড়া ১ লাখ টাকার নিম্নে করার দাবি জানাচ্ছি। কারণ এতে প্রতি হাজী ৫২ হাজার টাকা বেশি প্রদান করা হচ্ছে। এসময় ৫ দফা দাবি তুলে ধরা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App