×

জাতীয়

প্রায় ৬৫ শতাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

Icon

nakib

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ০৮:২৮ পিএম

আসন্ন ঢাকার দুই সিটি নির্বাচনে মোট ২৪৬৮টি কেন্দ্রের মধ্যে ১৫৯৭টি কেন্দ্র গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ বলে প্রতিবেদন দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সে হিসেবে মোট কেন্দ্রের ৬৪ দশমিক ৭১ শতাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ । তাই এসব কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত ফোর্স নিয়োগ করবে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা উত্তর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম এবং দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেনের দেয়া তথ্য থেকে জানা যায়, দুই সিটিতে ২ হাজার ৪৬৮ কেন্দ্রের মধ্যে ১ হাজার ৫৯৭টি কেন্দ্র গুরুত্বপূর্ণ। আর সাধারণ কেন্দ্র রয়েছে ৮৭১টি। অর্থাৎ ৬৪ দশমিক ৭১ শতাংশ কেন্দ্র গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ। রিটার্নিং কর্মকর্তারা জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্যানুযায়ী গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্রের তালিকা করেছেন। এবিষয়ে উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম জানিয়েছেন, উত্তর সিটিতে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ৮৭৬টি। আর সাধারণ কেন্দ্র ৪৪২টি। আবার ঢাকা দক্ষিণ রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন জানান, দক্ষিণ সিটিতে ভোটকেন্দ্র আছে ১ হাজার ১৫০টি। এর মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ৭২১টি। আর সাধারণ কেন্দ্র ৪২৯টি। ইসি সচিব মো. আলমগীর জানান, পুলিশসহ অন্য বাহিনীর ১৮ জন করে সদস্য ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিয়োজিত করা হবে। আর সাধারণ কেন্দ্রে ১৬ জন করে সদস্য নিয়োজিত থাকবে। এবার পাঁচদিনের জন্য বিভিন্ন বাহিনীকে মোতায়েন করবে ইসি। ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে তারা। আর ভোটকেন্দ্রও পাহারায় থাকবে পাঁচদিন। এ নির্বাচনে ভোটের নিরাপত্তায় ৪০ হাজারের বেশি ফোর্স মোতায়েন রাখবে নির্বাচন কমিশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App