×

সারাদেশ

প্রফিট ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ০৪:৪৬ পিএম

প্রফিট ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ

অসহায় মানুষের হাতে কম্বল তোলে দেন লালমনিরহাটের জেলা প্রশাসক।

লালমনিরহাটে শীত দিনদিন বেড়েই চলছে। কনকনে শীতে মানুষের দুর্ভোগও বাড়ছে। প্রচণ্ড শীত ও কুয়াশায় এ অঞ্চলের মানুষের দৈনন্দিন চলাফেরা ব্যাহত হচ্ছে। শীত ও কুয়াশার তীব্রতায় সন্ধ্যার মধ্যে সবাইকে ঘরে ফিরে আসতে হয়। এ অঞ্চলে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে কোন উদ্যোগও চোখে পড়ে না। দাম বেশি হওয়ায় অসহায় লোকজনকে শীতবস্ত্র ছাড়াই জীবনযাপন করতে হয়।

শীতার্ত মানুষের এমন দুর্দশা লাঘব করতে বুধবার ( ২৯ জানুয়ারি) সকালে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় চামটাহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রফিট ফাউন্ডেশন এর আয়োজনে যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও মার্কেন্টাইল ব্যাংক লি. এর সহযোগিতায় অসহায় শীতার্তদের মধ্যে চারশত ৫০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসান। শীতার্ত মানুষের পাশে থাকার বিষয়ে উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন প্রধান অতিথি রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জাকির হোসেন (যুগ্ম-সচিব), বিশেষ অতিথি লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সহকারী পরিচালক, মো. আবু জাফর, মদাতী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের, চামটাহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গোলাম মোস্তফা লেবু, ম্যানেজিং কমিটির সভাপতি মো. আনিছার রহমান, প্রফিট ফাউন্ডেশন নির্বাহী পরিচালক মো. নুরুজ্জামান আহমেদ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App