×

রাজনীতি

নগর উন্নয়নে তাপসের পাঁচ রূপরেখা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ১২:৩৭ পিএম

নগর উন্নয়নে তাপসের পাঁচ রূপরেখা

ঢাকা দক্ষিণের মেয়র তাপস। ফাইল ছবি।

নগর উন্নয়নে তাপসের পাঁচ রূপরেখা

ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী তাপস ইশতেহার ঘোষণা করছেন। ছবি: ভোরের কাগজ।

ঐতিহ্যের-সুন্দর-সুশাসিত ও উন্নত ঢাকা'র পথে পথচলায় স্লোগানে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নৌকার মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

তাপসের পাঁচ রূপরেখায় প্রাধান্য পেয়েছে পুরান ঢাকার ঐতিহ্য বজায় রাখা, বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর তীর রক্ষা, যানযট নিরসনের মাধ্যমে সচল ঢাকা, সবার জন্য মৌলিক অধিকার নিশ্চিত করে সুশাসিত ঢাকা গড়া এবং রূপকল্প-২০৪১ বাস্তবায়নের জন্য উন্নত ঢাকা গড়তে বিশেষজ্ঞদের সমন্বয়ে ৩০ বছরব্যাপী মহাপরিকল্পনা গ্রহণ করা।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি।

এসময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, মোজাফফর হোসেন পল্টু, জয়নাল হাজারী, যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, আফজাল হোসেন, শিক্ষা ও মানব সম্পদবিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজাল বাবু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App