×

অপরাধ

দুই কোটি টাকার কাঁচামাল ডাকাতি, গ্রেপ্তার তিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ০১:৪৩ পিএম

দুই কোটি টাকার কাঁচামাল ডাকাতি, গ্রেপ্তার তিন

বিস্তারিত জানাচ্ছেন র‌্যাব। পাশেই রয়েছে উদ্ধারকৃত কাঁচামাল। ছবি: ভোরের কাগজ।

আইন-শৃংঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে স্কয়ার ফার্মার দুই কোটি টাকা মূল্যের কাঁচামাল ডাকাতির ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৪)। র‌্যাব বলছে গ্রেপ্তারকৃতরা দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকা ও রাজশাহীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওপু রোজারিও, মো. রুহুল আমি ও জামাল হোসেন। এসময় তাদের কাছ থেকে কাঁচামাল উদ্ধার করা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৪ এর কমান্ডিং অফিসার (সিও) অতি. ডিআইজি মোজাম্মেল হক।

মোজাম্মেল হক বলেন, গ্রেপ্তারকৃতরা আইনশৃংঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে স্কয়ার ফার্মার দুই কোটি টাকা মূল্যের কাঁচামাল ডাকাতি করেছিল। এদের মধ্যে ওপু ডাকাত দলের মূল হোতা। গত ১৪ জানুয়ারি গাজিপুর কালিয়াকৈর এলাকায় যাওয়ার পথে ঢাকা-টাংগাইল মহাসড়কে ডিবি পরিচয়ে স্কয়ার ফার্মার ওষুধ তৈরির ২৬৯ ড্রাম কাচামাল ডাকাতি করে। পরেরদিন এ ঘটনায় মামালা হলে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সন্ধায় কলাবাগান থানাধীন পশ্চিম রাজাবাজার এলাকায় অভিজান চালিয়ে ডাকাত চক্রের মূলহোতা ওপুকে আটক করে। পরে তার দেয়া তথ্যে রাজশাহী থেকে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, জামাল হোসেনের এক আত্মীয়র বাড়ি থেকে ডাকাতি হওয়া ৪৯ ড্রাম কাঁচামাল উদ্ধার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App