×

আন্তর্জাতিক

চীন থেকে নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে জাপান, যুক্তরাষ্ট্র

Icon

nakib

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ০৬:৪১ পিএম

চীন থেকে নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে জাপান, যুক্তরাষ্ট্র
চীনের করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় দেশটি থেকে নিজেদের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে জাপান ও যুক্তরাষ্ট্র। ভাইরাসে এ পর্যন্ত ১৩২ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৬ হাজারের বেশি নাগরিক। ভাইরাসটি ইতোমধ্যে বিশ্বের ১৬টি দেশে ছড়িয়ে পড়েছে। বুধবার সকালে জাপানের সরকারি বিমানে করে ২০৬ জন নাগরিক চীন থেকে টোকিও বিমানবন্দরে অবতরণ করেন। যাদের মধ্যে একজন নারী ও জন পুরুষ যাত্রীর সর্দি-কাশি ও জ্বর থাকায় তাদেরকে আলাদা এ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে। উহানে থাকা আরো ৬৫০ জন জাপানি নাগরিক নিজ দেশে ফিরে আসার অপেক্ষায় রয়েছে। এরআগে যুক্তরাষ্ট্র বিমানে করে তাদের ২০০ নাগরিক ও স্থানীয় দূতাবাসের কর্মকর্তাদের চীন থেকে ফিরিয়ে নিয়েছে। অন্যদিকে যুক্তরাজ্য চীনের সাথে সব ধরনের সরাসরি ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছে। দেশটির বিমানকর্তৃপক্ষের ওয়েব সাইটে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে চীনের সাথে সরাসরি কোন ফ্লাইটের কোন সূচি দেখা যাচ্ছে না। অন্যদিকে যুক্তরাজ্যও চীন থেকে দেশটির নাগরিকদের ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করতেছে। ইউরোপিয় ইউনিয়ন তাদের দেশের ফিরিয়ে আনার জন্য ফ্রান্সের বিমান ভাড়া করেছে। অন্যদেশগুলোও নিজেদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে আসার জন্য পদক্ষেপ নিচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশি নাগরিকদেরও ফিরিয়ে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App