×

আন্তর্জাতিক

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৩২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ১০:০৭ এএম

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৩২

প্রতীকী ছবি

প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। সেই সঙ্গে এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে হাতপাতালে আছেন প্রায় সাড়ে ছয় হাজার।দেশটির ন্যাশনাল হেল্থ কমিশন এ তথ্য জানিয়েছে।

চীনের গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) পর্যন্ত সঙ্কটাপন্ন রোগী ছিল  ৯৭৬ জন। এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে উঠেছে ৬০ জন। তবে নতুন করে ছয় হাজার ৯৭৩ জন মানুষ ভাইরাসে আক্রান্ত হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

করোনা ভাইরাস বিশ্বের ১৮টি দেশে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে আক্রান্ত হয়েছে ৭৮ জন। থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, ভারত এবং তাইওয়ানে এই ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন এ ভাইরাসের নাম দিয়েছে ২০১৯ নভেল করোনাভাইরাস।

করোনা ভাইরাস মারাত্মক আকার ধারণ করায় নাগরিকদের বিদেশভ্রমণ স্থগিত করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রমও স্থগিত করা হয়েছে। এমন কি পাড়লে ঘর থেকে বাহির হতেও নিষেদ করেছে দেশটির কতৃপক্ষ।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রথমবারের মতো গবেষণাগারে করোনাভাইরাস তৈরি করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। একে করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের পথে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে মনে করছেন তাঁরা।

গবেষকরা বলছেন, এ ভাইরাসটি মূলত সাপ ও ব্যাঙের মাধ্যমে ছড়িয়েছে।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর সন্ধান পাওয়া যায়। এরপরই খুব দ্রুততার সাথে বিশ্বে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App