×

খেলা

ইমরুল-সাদমানকে নিয়ে শঙ্কা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ১০:০৯ পিএম

ইমরুল-সাদমানকে নিয়ে শঙ্কা!
পাকিস্তান সফরে টাইগাররা খেলতে যাবে কিনা এ নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। পরে বিসিবি ও পিসিবি দুই বোর্ডের সমঝোতায় সফরটি আলোর মুখ দেখেছে। এমনকি প্রথম দফায় পাকিস্তানে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরে এসেছে মাহমুদউল্লাহর বাহিনী। এবার দ্বিতীয় ধাপে পাকিস্তানে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। এ পর্বে রাওয়ালপিন্ডিতে ৭-১১ ফেব্রুয়ারি একটি টেস্ট খেলবেন টাইগাররা। এ সফরে ভালো করার স্বপ্ন দেখছেন মুমিনুল বাহিনী। কিন্তু এর আগে একের পর এক দুঃসংবাদ পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। কারণ রাওয়ালপিন্ডি টেস্টে চোটের জন্য খেলতে পারবে না ওপেনার সাদমান ইসলাম। কব্জির ইনজুরিতে ভুগছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল স্টাফরা তাকে এক সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন। এ ছাড়া আরেক ওপেনার ইমরুল কায়েসকে নিয়েও শঙ্কা রয়েছে। সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু বিপিএলের পর থেকে হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন তিনি। তাদের দুজনের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। বাংলাদেশ জাতীয় দলের তরুণ টেস্ট ওপেনার সাদমান ইসলাম শুরু থেকেই তার প্রতিভার জানান দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের হয়ে গত বছর ভারতের ব্যাঙ্গালুরুতে চার দিনের ম্যাচ খেলতে যান সাদমান। কিন্তু ভাগ্য সহায় হয়নি তার। তখনই ইনজুরিতে পড়েন তিনি। এরপর কিছুটা সুস্থ হয়ে খেলেন ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজ। এরপর জাতীয় দলের আন্তর্জাতিক সূচি ছিল না। সাদমান বিপিএলেও খেলেননি। কিন্তু ইনজুরি থেকে সেরে উঠতে পারেননি তিনি। তার এই ইনজুরির কারণে বিসিএলেও ডাক পাননি সাদমান। এমন অবস্থায় পাকিস্তানে টেস্ট সিরিজে তাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় চলছে। এ বিষয় বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, অনেকদিন ধরেই ইনজুরিতে আছেন সাদমান। তাকে তাই বিসিএলে না খেলার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি একটা ইনজেকশন নিয়েছেন। তাকে এ সপ্তাহ বিশ্রাম নিতে বলা হয়েছে। ইনজুরির কারণে ফ্রাঞ্চাইজিকে বলা হয়েছিল তাকে দলের বাইরে রাখতে। বিসিবির চিকিৎসক আরও বলেন, দুই-তিনদিন পরে আমরা আবার তার অবস্থা পর্যবেক্ষণ করবো। এরপরই বুঝতে পারবো পাকিস্তান সফরের জন্য তিনি বিবেচিত হবেন কি-না। এটা তার পুরনো ইনজুরি। ব্যাট ধরলেই তার হাতে ব্যথা বাড়ছে। এমন ইনজুরি নিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ খেলা যায় কিন্তু লম্বা সময়ের ক্রিকেট খেলা যায়না। এ ছাড়া ওপেনার ইমরুল কায়েস সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু বিপিএলের পর থেকে হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন তিনি। তাই টি-টোয়েন্টি দলের সঙ্গে পাকিস্তান যাওয়া হয়নি ইমরুলের। এমন অবস্থায় পাকিস্তানে টেস্ট সিরিজে তাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এমনকি আসন্ন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ইমরুল খেলতে পারবে কিনা তা নিয়েও সংশয় আছে। এবার আসন্ন বিসিএলে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে খেলবেন ইমরুল। এবারও তাকে ধরে রেখেছে দলটি। ৩১ জানুয়ারি আসর শুরু হবে। তবে প্রথম ম্যাচে বাঁহাতি ওপেনারকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি। লাল বলের এ টুর্নামেন্টের দ্বিতীয় অথবা তৃতীয় রাউন্ড থেকে মাঠে নামতে পারেন তিনি। ইমরুলের বিষয় বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ইনজুরি থেকে দ্রুত সেরে উঠছেন তিনি। পাকিস্তান সফরের আগে আমরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছি। বিসিএলের প্রথম রাউন্ডে ওকে না খেলার পরামর্শ দেয়া হয়েছে। কারণ খেললে আবার ইনজুরিতে পড়তে পারেন উনি। তিনি আরও বলেন, কয়েক দিন পর আমরা ইমরুলের অবস্থা পর্যবেক্ষণ করব। এর পরই বুঝতে পারব, পাকিস্তান সফরে উনি যেতে পারবেন কিনা। এমন ইনজুরি নিয়ে টেস্ট খেলা যায় না। সংক্ষিপ্ত সংস্করণে খেললেও ঝুঁকি থাকে। তাই সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App