×

অর্থনীতি

জরিমানার ২৫ শতাংশ গ্রাহদের দেয়ার দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ০২:৪৯ পিএম

জরিমানার ২৫ শতাংশ গ্রাহদের দেয়ার দাবি

প্রতীকী ছবি

টেলিকম অপারেটরদের জরিমানার ২৫ শতাংশ গ্রাহকদের দেয়ার দাবি জানিয়েছে মুঠোফোন গ্রাহক অ্যাসোশিয়েন। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) চেয়ারম্যানের সঙ্গে এক বৈঠকে এ দাবি জানানো হয়। গ্রাহক স্বার্থ সংশ্লিষ্ট ১৩ দফা দাবিও এ সময় পেশ করে সংগঠনটি।

মুঠোফোন অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ জানান, যদি ভোক্তা অধিকার আইনে ক্ষতিগ্রস্তরা জরিমানার ২৫ শতাংশ অর্থ পেতে পারেন, তবে মোবাইল ফোনের গ্রাহকরা কেন পাবেন না। তিনি এ জন্য আইন সংশোধনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App