×

জাতীয়

ভোটের মাঠে দুই রাষ্ট্রদূতের ছোটাছুটি নিয়ে প্রশ্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ১০:১৭ এএম

ভোটের মাঠে দুই রাষ্ট্রদূতের ছোটাছুটি নিয়ে প্রশ্ন

ফাইল ছবি

ঢাকা সিটির ভোটে হঠাৎ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতদের তৎপরতা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিএনপির মেয়র প্রার্থীদের বাসায় রাষ্ট্রদূতের ছুটে যাওয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে মার্কিন দূতাবাসের কর্মকর্তার সঙ্গে বিএনপির মেয়র প্রার্থীর বৈঠক নিয়েও। যদিও এ বিষয়ে খোলাসা করে কেউ কিছু বলছেন না, তবুও নানা ইঙ্গিতের কথা ঠারে-ঠুরে বলছেন। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন সামনে রেখে বিএনপির মেয়র প্রার্থীদের বাসায় তাদের ছুটে যাওয়া কোনো পরিকল্পনার অংশ কিনা তা খতিয়ে দেখা উচিত। এভাবে প্রভাবশালী দুটি দেশের রাষ্ট্রদূতদের ছোটাছুটি কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন বলেও মনে করেন তারা। এর আগে গাজীপুরের সিটি নির্বাচনেও তারা ছোটাছুটি করেছিলেন। এদিকে বিএনপিও তাদের কাছে পেয়ে সমানে নালিশ করে যাচ্ছে। এ বিষয়ে গতকাল সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয়ে সংবাদ ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বিএনপিকে উদ্দেশ করে বলেন, কোনো নির্বাচন নিয়ে এবং নির্বাচনী প্রচারের ছোটখাটো ঘটনা নিয়ে বিদেশিদের সামনে নালিশ উপস্থাপন করাও এক ধরনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। তাদের নালিশ থাকলে সেটি জনগণ বা ভোটারদের কাছে উপস্থাপন করবেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে, বিএনপি আদালতে ইভিএমের বিরুদ্ধে নালিশ করতে গিয়েছিল। হাইকোর্ট তাদের পক্ষে রায় দেননি। যেখানে হাইকোর্ট তাদের পক্ষে রায় দেননি, একই নালিশ আবার বিদেশিদের সামনে উপস্থাপন করা, এটা আদালত অবমাননারও শামিল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মনোনিত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সঙ্গে তার বাড়িতে গত রবিবার বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। তবে হঠাৎ এই বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার ও বিএনপির মেয়র প্রার্থী ইশরাকের মধ্যে কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি। এর আগে গত ২৩ জানুয়ারি রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের সঙ্গেও বৈঠক করেন ব্রিটিশ এই হাইকমিশনার। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা কাজী রুম্মান দস্তগীর। গত ২০ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্র ঢাকার দুই সিটি নির্বাচন পর্যবেক্ষণ করবে বলে জানান ঢাকায় দেশটির রাষ্ট্রদূত আর্ল আর মিলার। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণ করবে, যা আমরা গত জাতীয় নির্বাচনেও করেছি। ক‚টনীতিকরা নির্বাচন পর্যবেক্ষণ করবেন এবং তারা নির্বাচনের দিনের গণতান্ত্রিক প্রক্রিয়া দেখবেন। তবে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে কোনো ত্রু টি দেখছেন না বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App