×

সারাদেশ

নোয়াখালীতে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ১১:১১ এএম

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আন্তজেলা ডাকাতদলের সর্দার আনোয়ার হোসেন ইউছুফ (৪৫) নিহত হয়েছেন । তার বিরুদ্ধে ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে। এসময় পুলিশ ঘটনাস্হল থেকে ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড গুলির খোসা, ৩টি রামদা, ১টি টর্চ লাইট ও ১টি গ্যাস লাইট উদ্ধার করে । সোমবার (২৭ জানুয়ারি) দিনগত গভীর রাতে ধৃত ডাকাত সর্দারকে নিয়ে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোট এলাকায় অভিযানের সময় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ডাকাত সর্দার ইউছুফ বেগমগঞ্জ উপজেলার পূর্ব লাউতলী গ্রামের আবু তাহের প্রকাশ অলি উল্যার ছেলে। সেনবাগ থানার ওসি মিজানর রহমান জানান সোমবার রাত ৯টার দিকে ৭টি ডাকাতিসহ ১২টি মামলার আসামি আনোয়ার হোসেন ইউছুফকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে গভীর রাতে তাকে নিয়ে তার সহযোগীদের ডাকাতির প্রস্তুতির স্থানে পুলিশ অভিযান পরিচালনা করতে গেলে ইউছুফের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলে ছোঁড়ে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুঁড়লে উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গুলিবৃদ্ধ হয়ে ইউসুফ ঘটনাস্থলে মারা যায়। ওসির দাবি এ ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলেও জানান ওসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App