×

আন্তর্জাতিক

বিশ্বব্যাপী ছড়াচ্ছে করোনা ভাইরাস

Icon

nakib

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ০৫:৪৫ পিএম

বিশ্বব্যাপী ছড়াচ্ছে করোনা ভাইরাস

আক্রান্ত বিভিন্ন দেশ

চীনের উহান শহরের এক খাবারের দোকান থেকে সারাবিশ্বের আতংক হিসেবে দেখা দিয়েছে করোনা ভাইরাস। ভাইরাসটি এখন চীন থেকে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বব্যাপি। শুধু চীনের এ ভাইরাসে প্রাণ হারিয়েছে ১০৬ জন এবং আক্রান্ত হয়েছে প্রায় ৫ হাজার মানুষ। বিভিন্ন দেশ চীনের সাথে তাদের যাতায়াত স্থগিত করেছে এমনকি খোদ হংকং চীনের সাথে বৃহস্পতিবার তাদের ট্রেন চলাচল বন্ধ করতে যাচ্ছে। সব ধরণের ব্যবস্থা গ্রহণের পরেও ভাইরাসটি এশিয়া - ইউরোপ ও আমেরিকা মহাদেশেও ছড়িয়ে পড়েছে। আস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়া চীনের সাথে বিমান চলাচল স্থগিত করলেও শেষ ফ্লাইটের ৫ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করা হয়েছে। কম্বোডিয়া: কম্মোডিয়ায় একজন চীনা নাগরিকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। কানাডা: উহান পরিদর্শন শেষে কানাডায় ফেরত যাওয়া এক দম্পত্তির মাঝে করোনা ভাইরাস শনাক্ত করেছে কানাডা। যদিও তারা তাদের ভ্রমণের সময় মাস্ক ব্যবহার করেছিলেন। ফ্রান্স: ইউরোপের মধ্যে প্রথম ফ্রান্সে কারোনা ভাইরাস শনাক্ত করা হয়। উহান ফেরত এক নাগরিকের মাঝে রোগটি ধরা পড়ে। তবে আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছে দেশটির স্বাস্থ্য বিভাগ। জার্মানী: জার্মানীতে আজকেই প্রথম এ ভাইরাসে আক্রান্ত এক ব্যাক্তি পাওয়া যায় তবে কীভাবে এ ভাইরাস দেশটিতে ছড়িয়েছে এ ব্যাপারে বিস্তারিত কোন তথ্য জানানো হয়নি। জাপান: উহানের এক বাসিন্দা জাপানে ঘুরতে গেলে দেশটিতে করোনা ভাইরাস ছড়ায়। ৪ জন আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করা হয়েছে। মালয়েশিয়া: মালয়েশিয়ায় ৪জন আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করা হয়েছে। যাদের সবাই উহানের নাগরিক এবং দেশটিতে ঘুরতে গিয়ে তারা এ ভাইরাস ছড়িয়ে দেয়। নেপাল: উহান থেকে আসা এক ব্যক্তির মাঝে করোনা ভাইরাস ধরা পড়ে দেশটিতে। সিঙ্গাপুর: উহান থেকে সিঙ্গাপুরে ঘুরতে যাওয়া ৫ জনের মাঝে এ ভাইরাস ধরা পড়ে সিঙ্গাপুরে। দক্ষিণ কোরিয়া: দক্ষিণ কোরিয়াতেও উহান ফেরত একজনের মাঝে এ ভাইরাসটি শনাক্ত করা হয়। এছাড়া শ্রীলংকা, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামসহ নতুন নতুন দেশের নাম যুক্ত হচ্ছে করোনা আক্রান্ত দেশের তালিকায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App