×

জাতীয়

চীন থেকে বাংলাদেশিরা ফিরবে ১৪ দিন পর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ১১:১৩ এএম

চীন থেকে বাংলাদেশিরা ফিরবে ১৪ দিন পর

ফাইল ছবি

চীন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বেইজিংকে চিঠি দিয়েছে ঢাকা। কিন্তু চীন থেকে বাংলাদেশিদের ফিরতে ১৪ দিন লাগবে বলে জানিয়েছে চীনের বাংলাদেশ দূতাবাস। তথ্যে জানানো হয়েছে, করোনা ভাইরাসের কারণে আগামী ১৪ দিন পর্যন্ত উহানে কাউকে প্রবেশ করতে দেবে না কর্তৃপক্ষ।

চীন থেকে ফিরতে আগ্রহী বাংলাদেশীদের ফিরিয়ে আনার লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে সরকার। সে লক্ষ্যে বেইজিংকে চিঠি পাঠানো হয়েছে। সরকার থেকে ফিরতে আগ্রহীদের তালিকা করারও প্রস্তুতি চলছে। চীনে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান শহর। চীনের উহানে তিন থেকে চারশত বাংলাদেশি রয়েছেন। বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাস প্রতিনিয়ত তাদের খোঁজ খবর রাখছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App