×

আন্তর্জাতিক

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১০৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ১০:৪৫ এএম

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১০৬

করোনা ভাইরাসের সেবা দেয়া হচ্ছে হাসপাতালে।

দিন যত যাচ্ছে প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রকোপ ততই বেড়ে চলেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ জনে। এছাড়াও দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ভাইরাটি রাজধানী বেইজিংসহ ২৯টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। ভাইরাসটির উৎপত্তি দেশ চীনসহ ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৪টি দেশে। এর মধ্যে রয়েছে- জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, সৌদি আরব, কানাডা, ভারত।

চীনে ২৭ জানুয়ারি পর্যন্ত ৮০ জনের প্রাণহানি হয় এ রোগে। সাড়ে তিন হাজারের মতো মানুষ এ রোগের সংক্রামণ নিয়ে ঘুরছিলেন। প্রাণঘাতী এ ছোঁয়াচে ভাইরাসটির ভায়াবহ হওয়ায় অনেকের শরীরে আকারে বিস্তার লাভ করছে।

এদিকে চীনা কর্তৃপক্ষ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রকাশ করলেও প্রকৃত সংখ্যা প্রকাশ করছে কি-না তা নিয়ে উঠছে বেইজিং এর বিরুদ্ধে।

১২টির বেশি শহরে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে চীন সরকার। শহরে চলাচলকারী মানুষের শরীরে জ্বরের কোনো আলামত আছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এছাড়া একাধিক শহরে ট্রেন স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App