×

বিনোদন

আজিজুল হাকিম-শানুর ‘বই বিভ্রাট’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ০১:৪৮ পিএম

আজিজুল হাকিম-শানুর ‘বই বিভ্রাট’

তিন বছর পর একই পর্দায় অভিনয়ে ফিরছেন শানারেই দেবী শানু ও আজিজুল হাকিম। বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য নির্মিত নাটক ‘বই বিভ্রাট’-এ অভিনয় করেছেন তারা দুজন। নাটকটি রচনা করেছেন রৈভ্য আহমেদ এবং প্রযোজনা করেছেন মো. মাহফুজার রহমান। মূলত একটি লাইব্রেরির বই হারিয়ে যাওয়ার ৫০ বছর পর বেশ মোটা অঙ্কের টাকার জরিমানাকে কেন্দ্র করেই নাটকটির গল্প সাজানো হয়েছে। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাহমুদ সাজ্জাদ, ওয়াহিদা মল্লিক জলি ও সাঈদ বাবু প্রমুখ।

অভিনয় প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, ‘যেহেতু নাটকটির গল্প বইকে কেন্দ্র করে এবং গল্পটা একেবারেই ব্যতিক্রম একটি গল্প, তাই কাজটি করে ভীষণ ভালো লেগেছে। এখন তো আসলে ভিন্ন ধরনের গল্পের খুব অভাব। সেই হিসেবে বই বিভ্রাট নাটকটি এই সময়ের অন্যান্য অনেক নাটকের চেয়ে একেবারেই ব্যতিক্রমধর্মী গল্পের নাটক। দীর্ঘদিন পর শানুর সঙ্গে কাজ করে ভালো লেগেছে।’

শানারেই দেবী শানু বলেন, ‘হাকিম ভাই ভীষণ গুণী একজন অভিনেতা। সত্যি বলতে কী, ছোটবেলায় তার অভিনীত অনেক নাটকই টিভিতে দেখেছি। বড় হয়ে সহশিল্পী হিসেবে তার সঙ্গে কাজ করব এটা কখনই ভাবনায় ছিল না। হাকিম ভাই শুধু একজন ভালো অভিনেতাই নন, একজন আপাদমস্তক ভালো মনের মানুষ। যেহেতু আমি নিজেও লেখালেখির সঙ্গে সম্পৃক্ত, তাই বই বিভ্রাট নাটকটিতে অভিনয় করতে আমার নিজেরই ভীষণ ভালো লেগেছে। আগামী ১ ফেব্রুয়ারি ভাষার মাসের প্রথম দিনেই রাত ৯টায় ‘বই বিভ্রাট’ নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে।’

আজিজুল হাকিম অনিমেষ আইচের নির্দেশনায় দুরন্ত টিভির জন্য নির্মিত নতুন ধারাবাহিক ‘বোকা ভ‚ত’ নাটকে অভিনয় করছেন। অন্যদিকে আগামী একুশে গ্রন্থমেলায় শানুর লেখা উপন্যাস ‘লিপস্টিক’ ও কবিতার বই ‘প্রিয়তম মেঘ’ প্রকাশিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App