×

খেলা

হ্যালিকপ্টার দুর্ঘটনায় বাস্কেটবল কিংবদন্তির বিদায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ০৪:৫২ পিএম

হ্যালিকপ্টার দুর্ঘটনায় বাস্কেটবল কিংবদন্তির বিদায়

বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট।

  হ্যালিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন আমেরিকান কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় কোবি ব্রায়ান্ট। নিজস্ব হ্যালিকপ্টারে করে একটি বাস্কেটবল ম্যাচে অংশ নিতে থাউসেন্ড ওকস নামক জায়গায় যাচ্ছিলেন। কোবির সঙ্গে ঐ হ্যালিকপ্টারে ছিল তার মেয়ে। আর পাইলটসহ ছিলেন ৯ জন। তারা সবাই এই দুর্ঘটনায় মারা গেছেন। কোবির হ্যালিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয় কালাবাসাস নামক একটি পাহাড়ি জায়গায়। আর এ কারণে নিহতদের উদ্ধার করতে ২-৩ দিন সময় লাগতে পারে। জায়গাটি এতোই নির্জন যে সেখানে উদ্ধারকর্মীদের যেতে হয়েছে পাহাড় বেড়ে বেড়ে। ১৯৯৬ সালে স্কুলে পড়া অবস্থায় পেশাদার বাস্কেটবল খেলার সুযোগ পান। আর তিনি বাস্কেটবল খেলা থেকে অবসর নেন ২০১৭ সালে। এই সময়ের মাঝে তিনি ৫ বার এনবিএর শিরোপা জেতেন। আর তার সবগুলো শিরোপাই আসে লস অ্যাঞ্জেলস লেকার্সের হয়ে। আমেরিকার কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের পরের স্থানেই তাকে রাখেন বাস্কেটবল খেলোয়াড়রা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App