×

খেলা

শেষ আটে সিমোনা হালেপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ১০:৪৭ পিএম

শেষ আটে সিমোনা হালেপ
অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন রোমানিয়ান টেনিস সুন্দরী সিমোনা হালেপ। জার্মানির টেনিসার এলিস মার্টেনসকে ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে শেষ আটের টিকেট নিশ্চিত করেন তিনি। সিমোনা হালেপ এখন পর্যন্ত এবারের অস্ট্রেলিয়ান ওপেনে একটি সেটও হারেননি। ২০১৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেন সিমোনা হালেপ। কিন্তু সেবার তাকে রানার্সআপের শিরোপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। তবে সে বছরই ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জেতেন তিনি। এরপর ২০১৯ সালে জেতেন উইম্বলডনের শিরোপা। কিন্তু ২০১৯ সালে আর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠতে পারেননি তিনি। সিমোনার পাশাপাশি আজ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন এস্তোনিয়ার টেনিসার আনেত কনতাভেত। তিনি পোল্যান্ডের টেনিসার ইগা সোয়িতেককে ৬-৭ (৪-৭), ৭-৫, ৭-৫ সেটে হারান। তিনি হালেপের বিপক্ষে বুধবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে খেলতে নামবেন। এ ছাড়া স্পেনের টেনিসার গারবিনে মুগুরোজা ডাচ টেনিসার কিকি বার্টেনসকে ৬-৩, ৬-৩ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন। তিনি এর আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিলেন। কিন্তু সেবার কোয়ার্টার থেকেই বিদায় নিতে হয় তাকে। এ ছাড়া জার্মান টেনিসার অ্যাঞ্জেলিকা কারবারকে ৭-৬ (৭-৫), ৬-৭ (৪-৭), ২-৬ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন আনাসতাসিয়া পাভলুচেনকোভা। বুধবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে গারবিনে মুগুরোজার বিপক্ষে লড়বেন তিনি। অন্যদিকে ছেলেদের একক থেকে শেষ আট নিশ্চিত করেন স্প্যানিশ টেনিসার রাফায়েল নাদাল। তিনি অস্ট্রেলিয়ান টেনিসার নিক কাইগ্রোসকে ৬-৩, ৩-৬, ৭-৬ (৮-৬), ৭-৬ (৭-৪) হারান। ম্যাচটি জিততে নাদালকে ব্যাপক মানসিক পরীক্ষার সম্মুখীন হতে হয়। ৪ সেটের মধ্যে তাকে ২বার টাইয়ের মুখোমুখি হতে হয়। তা ছাড়া ঘরের মাঠে খেলছিলেন নিক কাইগ্রোস। ফলে তিনি দর্শকদের সাপোর্টও পাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মানসিক পরীক্ষায় উতরে যান রাফায়েল নাদাল। আর তার ফলে কোয়ার্টার ফাইনালের টিকেটটাও যায় নাদালের পকেটে। পুরো ম্যাচটির স্থায়ীত্ব হয় ৩ ঘণ্টা ৩৮ মিনিট। এখন পর্যন্ত রাফায়েল নাদাল ১৯টি গ্র্যান্ডস্লাম শিরোপা জিতেছেন। আর এবারের অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিততে পারলে এটি হবে তার ২০তম গ্র্যান্ডস্লাম শিরোপা। এ ছাড়া নাদালের পাশাপাশি কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেন সুইজারল্যান্ডের টেনিসার স্টান ওয়ারিঙ্কা। তিনি রাশিয়ান নাম্বার ওয়ান টেনিসার দানিল মেদভেদেভকে ২-৬, ৬-২, ৬-৪, ৬-৭ (২-৭), ২-৬ সেটে হারান। নাদালের মতো তাকেও জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App