×

জাতীয়

লেবাননে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ১২:৩৪ এএম

লেবাননে সড়ক দুর্ঘটনায় সুমন মিয়া (৩৫) নামে এক বাংলদেশি যুবক নিহত হয়েছেন। নিহত সুমন মিয়া ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের টিঘরিয়া গ্রামের সুলতান ভূইয়ার ছেলে। গত শনিবার (২৫ জানুয়ারি) লেবাননে তার কর্মস্থলে বেপরোয়া গাড়ির চাপায় ঘটনাস্থলেই মারা যায় এই রেমিটেন্স যোদ্ধা। লেবাননে বাংলাদেশি এ রেমিটেন্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের একমাত্র কর্মক্ষম ছেলেকে হারিয়ে বারবার মুর্ছা যাচ্ছেন পরিবারের লোকজন । নিহত সুমন মিয়া দুই ভাইয়ের মধ্যে বড়। সুমনের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত তিন বছর আগে পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে চাকুরীর উদ্দেশ্যে সুদুর লেবাননে যান সুমন মিয়া। সেখানে জুনির বদালিয়ায় রাস্তায় পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতেন সুমন মিয়া। গত শনিবার (২৫ জানুয়ারি) সকালে লেবাননের বিভাগীয় শহর জুনিতে রাস্তার পাশে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করছিলেন । এমন সময় হঠাৎ একটি বেপরোয়া গতির গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন সুমন। লেবানন পুলিশ ও রেডক্রস সোসাইটির লোকজন নিহত সুমনের লাশ উদ্ধার করেন। বর্তমানে সুমনের মৃতদেহ লেবানন সাইদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) রাতে সুমনের সহপাঠিরা বিষয়টি টেলিফোনে নিহত সুমনের বাড়িতে তার পরিবারের লোকজনকে জানায়। ছেলের মৃত্যুর খবরের পর থেকে মা হারুনা বেগম বার বার মুর্চ্ছা যাচ্ছেন। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে সুমনের গ্রামের বাড়িতে গিয়ে দেখা গেছে এক হৃদয় বিধারক দৃশ্য। সুমনের প্রথম স্ত্রী কুহিনুর আক্তার বার বার মুর্ছা যাচ্ছেন। তিনি বলেন, তাঁর স্বামীর সহপাঠীরা তাকে ফোন করে স্বামীর মৃত্যুর খবরটি জানায়। তাঁর এক ছেলেও এক মেয়ে রয়েছে। কুহিনুর তাঁর স্বামীর লাশটি দেখতে চান। সুমনের দ্বিতীয় স্ত্রী সোনিয়া আক্তার স্বামীকে হারিয়ে নির্বাক হয়ে গেছেন। তিনিও বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন। সোনিয়া আক্তার এ সময় বলেন, গত শুক্রবার তার স্বামী তাকে ফোন করেছিলেন। এ সময় তিনি বলেছিলেন, মাস শেষে বেতন পেয়ে ছুটিতে বাড়িতে আসবে। ছেলে-মেয়েদের দেখা-শুনা করো। আমি ভাল আছি। সোনিয়ার একমাত্র ছেলে রিজুয়ানের বয়স ৫ বছর। এই অবুঝ শিশুটি এখনো জানেনা কেন তার মা সহ বাড়ির লোকজন কান্না করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App