×

খেলা

বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকির ফরিদপুর পর্বের উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ০৬:২৫ পিএম

বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকির ফরিদপুর পর্বের উদ্বোধন
বঙ্গববন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগীতায় আজ ফরিদপুর আসরের পর্দা ওঠেছে। দেশব্যাপী ৯টি ভেন্যুতে ৮০ টি স্কুল অংশ নিচ্ছে এই টুর্ণামেন্টে। ফরিদপুর পর্বে অংশ নিচ্ছে ৮টি স্কুল। সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১টায় শেখ জামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অতুল সরকার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মুজিবুল হক ফিরোজ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ফরিদপুর শাখার ম্যানেজার লতিফুর রহমান। উদ্বোধনী ম্যাচে পটুয়াখালীর সরকারী জুবিলী স্কুলকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায় ফরিদপুরের পুলিশ লাইন্স হাই স্কুল। নির্ধারিত সময়ে কোন পক্ষ গোল না করায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App