×

প্রবাস

নিউইয়র্কে পঞ্চায়েতের পাঠন্মোচন ও লেখক আড্ডা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ০১:১৪ পিএম

নিউইয়র্কে পঞ্চায়েতের পাঠন্মোচন ও লেখক আড্ডা
নিউইয়র্কে পঞ্চায়েতের পাঠন্মোচন ও লেখক আড্ডা
নিউইয়র্কের বক্সসে হয়ে গেলো পঞ্চায়েতের পাঠন্মোচন ও লেখক আড্ডা। আসরকে কেন্দ্র করে ব্রঙ্কসের বাংলাদেশি অধ্যুষিত বাংলাবাজার এভিনউিতে বসেছিলো কবি, সাহিত্যিকদের মিলন মেলা। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা নামতেই স্টার্লিং এভিনিউর এশিয়ান ড্রাইভিং স্কুলের হলরুম মুখরিত হয়ে ওঠে সাহিত্যপ্রেমীদের পদভারে। নর্থ আমেরিকান বাংলাভাষী লেখিয়েদের সংগঠন পঞ্চায়েত-এর নিয়মিত আয়োজন সাহিত্য আসর। প্রতি সাহিত্য আসরকে সামনে রেখে পঞ্চায়েত এক নান্দনিক লিটল ম্যাগাজিন প্রকাশ করে থাকে। এটি ছিলো এমন একটি ম্যাগের পঞ্চম প্রকাশ। অনুষ্ঠানের শুরুতেই এটির মোড়ক উন্মোচন করেন মুক্তিযোদ্ধা তোফালেয় আহমেদ চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন আসরে উপস্থিত কবি, সাহিত্যক ও পঞ্চায়েতের শুভানুধ্যায়ীরা। অনুষ্ঠানকে চারটি পর্বে ভাগ করা হয়। দ্বিতীয় পর্বে ছিলো প্রকাশিত লিটলম্যাগ নিয়ে কবি এবিএম সালেহ উদ্দিনের রিভিউ, লিটল ম্যাগাজিন প্রকাশ এক এর বিকাশ ধারার ইতিহাস নিয়ে ফারুক ফয়সলের গবেষণাধর্মী আলোচনা এবং ফকির ইলিয়াস আলোচনা করেন নিউইয়র্কের বাংলা সাহিত্য নিয়ে। তৃতীয় পর্বে ছিলো আবৃত্তি। এ পর্বটি একটি ভিন্ন বৈচিত্রে সাজানো হয়। নিউইয়র্কে প্রধান সাহিত্য আসরে সাধারনত অন্য কবির কবিতা পড়ার পাশাপাশি স্বরচিত কবিতা পাঠের সুযোগ দেয়া হয়। কিন্তু পঞ্চায়েতের আসরে কবির উপস্থিতিতে অন্যরা তার কবিতা পাঠ করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন পঞ্চায়েতের কবি মাসুম আহমেদ ও কবি হাবিব ফয়েজী। আসরে আবৃত্তি করেন, মেহের চোধুরী, কামরুন নাহার রীতা, জান্নাতুল আরা, তাহমিনা শহিদ, হাবিব ফয়েজি, মনজুর কাদের, মাকসুদা আহমদ, সালেহীন সাজু, নাসির উল্লাহ, আব্দুস শহিদ, ফারহানা ইলিয়াস তুলি, স্বপ্ন কুমার, পল্লব সরকার, জুলি রহমান, সোনিয়া কাদের, হোসেইন, বেনজির শিকদার, মিশুক সেলিম, আহমেদ ছহুল তাহরিনা পারভিন প্রীতি, পলি শাহিনা, শাম্মি আক্তার হ্যাপি, সারওয়ার চৌধুরী, রওশন হাসান, মুখলেসুর রহমান, বদরুজ্জামান রুহেল এবং ফারুক ফয়সল!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App