×

সারাদেশ

এই বাড়ির মালিক পেলেন জরুরি ত্রাণ

Icon

nakib

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ০৯:১৩ পিএম

এই বাড়ির মালিক পেলেন জরুরি ত্রাণ
এই বাড়ির মালিক পেলেন জরুরি ত্রাণ

ত্রাণের টাকা গ্রহন করা শ্যামল মিত্রের নির্মাণাধীন পাকা বাড়ি

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থ হিসেবে জরুরি ত্রাণ পেলেন পাকা বাড়ির মালিক!বরগুনার পাথরঘাটা চরদুয়ানী হাইস্কুল মাঠে শনিবার সকাল ১০টায় বিতরণ করা হয় ত্রাণের নগদ টাকা ও সবজিবীজ।  তবে অনেক ভুক্তভোগী ত্রাণ না পেলেও পাকা বাড়ির মালিক ত্রাণ পেয়েছে বলে অভিযোগ ওঠেছে। অক্সফাম ও কোডেকের সহায়তায় সংগ্রামের ব্যবস্তাপনায় এখানের ৫'শ পরিবারকে সবজিবীজ সহ মোট ৫ হাজার করে টাকা দূর্যোগ পরবর্তী জরুরি ত্রাণ সহায়তা হিসাবে প্রদান করা হয়। তবে অনেকের অভিযোগ,চোখের সামনে মৃত কেশবের ছেলে শ্যামল মিত্রের বিল্ডিং নির্মানের কাজ চলছে। তারপাশে ছেলে শুভঙ্করের পাঁকা বিল্ডিং। সেই পাঁকাবাড়ির মালিক শ্যামল মিত্র আর শুভঙ্করের মা হাসি রানীর নাম ত্রানের তালিকায় অন্তর্ভূক্ত হলো কি করে? ঝড়ে ক্ষতিগ্রস্থ অন্য প্রকৃত অনেক অভাবী মানুষ এই তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। চরদুয়ানী গ্রামের মৃত ইউছুবের স্ত্রী ফিরোজা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন,আমার স্বামী নাই, ছেলের ব্রেন্ড টিউমারের রোগী। আমারে কেউ একটু সাহায্য করেন। এ সময় বঞ্চিত হোন বিশাখা রানী, কামরুল ইসলাম,নাছিমা সহ বেশ ক'জন অভাবী নারী-পুরুষ। স্থানীয় এনজিও সংগ্রাম এই অনুষ্ঠানের আয়োজন করে। পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ত্রানের অর্থ তালিকাভূক্তদের হাতে তুলে দেন। আরও উপস্থিত ছিলেন সংগ্রামের নির্বাহী পরিচালক চৌধুরী মোঃ মাছুম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অভিযোগকারীরা ক্ষোভের সঙ্গে বলেন,চরদুয়ানী গ্রামের নরেন হাওলাদারের ছেলে রতন এই কারসাজির তালিকা তৈরিতে সহযোগিতা করে প্রকৃত ক্ষতিগ্রস্থদের ভাগ্য নিয়ে ছিনিমিনি করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App