×

সারাদেশ

ঘুষ চাইলেই ফোন দিন...

Icon

nakib

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ০৯:৩৭ পিএম

ঘুষ চাইলেই ফোন দিন...

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ভুপালী সরকার

ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলা ভুমি অফিসকে দালাল, দুর্নীতি ও ঘুষ মুক্ত করতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ভুপালী সরকার একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছেন। তিনি জমির নামজারিসহ ভূমি অফিসের যে কোন কাজের জন্য সরকারি ফি’ ছাড়া কাউকে কোন অতিরিক্ত অর্থ না দেয়ার পরামর্শ দিয়েছেন জনসাধারনকে। এছাড়া উপজেলা ভূমি অফিসসহ সকল ইউনিয়নের ভূমি অফিসগুলোর সামনে কাজের বিবরনসহ সরকারী ফি উল্লেখ করে নিজের মুঠোফোনের নাম্বার লিখে দিয়েছেন সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন। ইতোমধ্যে তিনি ভূমি অফিসে কর্মরত সকলকে সরকারি ফি’র অতিরিক্ত কোন অর্থ না নিয়ে সাধারন মানুষকে ই-সেবার মাধ্যমে সেবা দিয়ে ঘুষ, দূর্নীতিমুক্ত অফিস গড়তে সাহায্যের নির্দেশ প্রদান করেছেন। তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কালীগঞ্জের সাধারণ মানুষ। ফয়লা গ্রামের আব্দুস সবুর জানান, এটা একটা মহৎ উদ্যোগ। সাধারন মানুষ সাইনবোর্ড দেখে নিজেরা জানতে পারছেন প্রকৃতপক্ষে সরকারি ফিসের পরিমাণ। তিনি আরও জানান, ই-সেবা বা জমির নামজারীর অন্য বিষয়ে গ্রামের অনেকেই অনাভিজ্ঞ যে কারনে মানুষ বাধ্য হয় এক ধরনের দালালদের কাছে যেতে। ফলে এ ধরনের মানুষ অফিসে আসলে তাকে সার্বিক সহযোগীতা করা হলে সাধারন মানুষ প্রকৃত সেবা পাবে। সাথে সাথে অফিস দালাল, ঘুষ ও দূর্নীতিমুক্ত হবে। তবে বর্তমানে নেয়া উদ্যোগ অবশ্যই প্রশংসারযোগ্য। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ভুপালী সরকার জানান, জমির নামজারীর ক্ষেত্রে সরকার নির্ধারিত কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারী ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন ফি ১০০০ টাকা এবং মিউটেশন খতিয়ান ফি ১০০ টাকাসহ সর্বমোট ১১৭০ টাকা। সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত কোন টাকা ভুমি অফিসের কেউ নিলে অথবা অযথা হয়রানী করলে সরাসরি তার নাম্বারে জানাতে অনুরোধ করেছেন। ভুপালী সরকার আরো জানান, ঘুষ প্রদানকারী এবং ঘুষ গ্রহণকারী ২ জনই সমান অপরাধে অপরাধী। ফলে কোন ধরনের অনিয়ম, দূর্নীতি, ঘুষ,প্রমাণিত হলে উভয়কেই শাস্তির আওতায় আনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App