×

আন্তর্জাতিক

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ১১:০০ এএম

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮০

প্রতীকী ছবি

দিন যত যাচ্ছে করোনা ভাইরাসের প্রকোপ ততই বেড়ে চলেছে। ভাইরাসটির উৎপত্তি দেশ চীন সহ ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৩টি দেশে।  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ জনে। এছাড়াও দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় তিন হাজার বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সোমবার (২৭ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এমনটাই জানিয়েছে। তবে ৫০ জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।

চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা রবিবার (২৬ জানুয়ারি) পর্যন্ত ছিল ৫৬ জন।

এর আগে চীন বাদে বিশ্বের নয়টি দেশে ২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানানো হয়। আমেরিকায় দুইজন, ফ্রান্সে ৩ জন কোরিয়ায় ২ জন ভিয়েতনামে ২ জন থাইল্যান্ডে ৪ জন সিঙ্গাপুরে ৩ জন, অস্ট্রেলিয়া ৩, জাপানে ৩ জন সর্বশেষ নেপালে একজনকে সনাক্ত করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৯৭৫ জন। কর্তৃপক্ষ বলছে, শুধুমাত্র হুবেই প্রদেশে ১৩ জনের মৃত্যু ও ৩২৩ জন নতুনকরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

উহানসহ ১২টির বেশি শহরে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে চীন সরকার। শহরে চলাচলকারী মানুষের শরীরে জ্বরের কোনো আলামত আছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এছাড়া একাধিক শহরে ট্রেন স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App