×

সারাদেশ

কথা রাখেনি কুবি প্রশাসন

Icon

nakib

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ০৯:৪৮ পিএম

কথা রাখেনি কুবি প্রশাসন

১ম সমাবর্তনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১ম সমাবর্তন উপলক্ষে মূল ফটকে আর্টিফিশিয়াল গেট নির্মাণের কথা থাকলেও নামেমাত্র কয়েকটি ব্যানার লাগানো ছাড়া কিছুই করে নি সমাবর্তনের ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটি। সোমবার (২৭ জানুয়ারি) সমাবর্তনস্থল ঘুরে দেখা যায় আর্টিফিশিয়াল গেটের জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছবি সম্বলিত কয়েকটি ব্যানার রয়েছে। কিন্তু আর্টিফিশিয়াল গেটের যে নকশা শিক্ষার্থীদের দেখানো হয়েছে সেটির কোন চিহ্ন নেই। যা নিয়ে গ্র্যাজুয়েটদের মনে বিরাজ করছে চাপা ক্ষোভ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মোঃ আবু তাহেরকে প্রশ্ন করা হলে তিনি জানান, "এ ব্যাপারে আমি কিছুই বলতে পারব না। ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা কেন পারে নি এবং ত্রুটি কি ছিল সেটি তারাই ভালো বলতে পারবে।" এ বিষয়ে সমাবর্তনের ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটির আহ্বায়ক রশিদুল ইসলাম শেখকে প্রশ্ন করা হলে তিনি জানান, "কংক্রিট ছাড়া এই গেট ফুটিয়ে তোলা সম্ভব নয়। আমরা তিনটি খুঁটি দিয়ে যতটুকু সম্ভব ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমাদের এর বেশি কিছু করার ছিল না।"

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App