×

জাতীয়

আওয়ামী লীগ-বিএনপির সঙ্গে ইসির বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ০৬:১৪ পিএম

আওয়ামী লীগ-বিএনপির সঙ্গে ইসির বৈঠক

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কমিশনের সঙ্গে বৈঠক করছে আওয়ামী লীগ। সোমবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এ বৈঠক শুরু হয়। এর আগে বিএনপির সঙ্গে বৈঠক করে কমিশন।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এইচ টি ইমামের নেতৃত্ব দলটির ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছেন। ইসির পক্ষ থেকে উপস্থিত রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম ও মোহাম্মদ রফিকুল ইসলাম।

আওয়ামী লীগের এ বৈঠক শুরুর আগে বিএনপির সঙ্গে এক ঘণ্টার বেশি বৈঠক করে নির্বাচন কমিশন। সেখানে আসন্ন ঢাকার দু সিটি কর্পোরেশন নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিএনপি এবারেও ইভিএমে ভোট গ্রহণ না করতে ইসির প্রতি আহ্বান জানিয়েছে ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App