×

সারাদেশ

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০, ১১:২৩ এএম

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থল বন্দর

ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রবিবার(২৬ জানুয়ারি) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রেখেছেন ব্যবসায়িরা। ফলে রবিবার সকাল থেকেই দু’দেশের মধ্যে সব ধরণের পণ্যবাহী ট্রাক আসা যাওয়া বন্ধ আছে। তবে হিলি স্থবন্দরের সকল কার্যক্রমসহ চেকপোস্ট দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, রবিবার (২৬ জানুয়ারি) ভারতে ৭১তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। সেখানে সরকারি ছুটি থাকায় ব্যবসায়িরা হিলি স্থলবন্দরের মাধ্যমে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত নেয়। এরফলে রোববার সকাল থেকে এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার থেকে পুনরায় শুরু হবে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম। হিলি পানামা পোর্ট লিংকের সহকারী ব্যবস্থাপক অশিক কুমার শ্যানাল জানায়, ভারতে ৭১ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি পানামা পোর্টের সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুজ্জামান জানান, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের সাথে পাসপোর্ট যাত্রী পারাপারে কোনো সম্পর্ক নেই। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App