×

আন্তর্জাতিক

লক্ষণ ছাড়াই ছড়াচ্ছে করোনা ভাইরাস!

Icon

nakib

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০, ০৬:৩৬ পিএম

লক্ষণ ছাড়াই ছড়াচ্ছে করোনা ভাইরাস!

চীনে সতর্কতায় সবাই মাস্ক ব্যবহার করছে

চীনে সম্প্রতি একটি খাদ্যের দোকান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃত্যের সংখ্যা বেড়ে ৫৬-তে পৌছেছে। আশেপাশের আরো ১৪ টি দেশে দ্রুত ছড়িয়ে পড়েছে এ মরণঘাতি ভাইরাস। তবে লক্ষণ ছাড়াই এ ভাইরাস ছড়িয়ে পড়ছে বলে তা নিয়ন্ত্রণ করা ক্রমেই কঠিন ব্যাপার হয়ে দাড়িয়েছে বলে মন্তব্য করেছেন চীনের স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা। বিশেষজ্ঞরা বলছেন ভাইরাসটি একজন মানুষের শরীরে সংক্রমিত হয়ে ১ থেকে ১৪ দিন পর্যন্ত কোন লক্ষণ প্রকাশ না করেও অন্যকে সংক্রমিত করতে পারে। ফলে মানুষ জানার আগেও অনেকে সংক্রমিত হয়ে যাওয়ার আংশকা করা হচ্ছে। সে জন্য এর আগে ছড়িয়ে পড়া ইবোলা কিংবা সোয়াইন ফ্লো থেকেও মারাত্মক আকার ধারণ করতে পারে করোনা ভাইরাসটি। সেক্ষেত্রে সনাক্ত কিংবা প্রতিরোধের আগেই বিশ্বব্যাপি রোগটি ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। বিশ্বে বিভিন্ন দেশের বিমান বন্দরে যথাযথ ব্যবস্থা নেয়ার পরও তাই ভাইরাসটি সনাক্ত করতে পারছেন না ডাক্তাররা। ভাইরাসটি যাতে ছড়িয়ে পড়তে না সেজন্য দেশটির ২০টি শহরে সব ধরনের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তাছাড়া প্রাণী থেকে রোগটি ছড়িয়ে পড়ায় চীনে সব ধরণের বন্যপ্রাণীর ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। ২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হওয়ায় ভাইরাসটি প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশ পদক্ষেপ নিযেছে। তবুও ভাইরাসটি এশিয়া ছাড়িয়ে ইউরোপ ও উত্তর আমেরিকায়ও ছড়িয়ে পড়েছে। অন্যদিকে চীনের বিশ্ববিদ্যালয়গুলোর বন্ধ করে দেয়া হচ্ছে এবং আগে থেকে বন্ধ থাকা প্রতিষ্ঠান গুলো তাদের ছুটির মেয়াদ বাড়িয়ে দিচ্ছে। হাইকোও শহরের হাইনান কলেজে পড়তে যাওয়া নরসিংদীর হাসিবুল ইসলাম ছুটিতে বাংলাদেশে এসেছিলেন। ২৫ ফেব্রুয়ারি চীনে ফিরে যাওয়ার কথা থাকলেও কলেজ কর্তৃপক্ষ থেকে এখন চীনে ফিরে না যাওয়ার কথা বলা হচ্ছে । আর এমন ভয়াবহ পরিস্থিতিতে দেশটিতে ফিরতে ভয় পাচ্ছে বলেও জানান হাসিবুল। তাছাড়া  এখনো যেসব শিক্ষার্থী চীনে রয়েছেন তারাও দ্রুত দেশে ফিরতে চাচ্ছে বলে জানান হাসিবুল ইসলাম বাবু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App