×

সরকার

রেলের পুরোনো ব্রিজ মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০, ১১:৫৮ এএম

রেলের পুরোনো ব্রিজ মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রেলওয়েকে আমরা সম্প্রসারণ করেছি। সারাদেশে রেলের পুরোনো ব্রিজ মেরামত করতে হবে। পুরোনো ব্রিজের কারণে রেল চলাচলে সময় বেশি লাগে, ধীর গতিতে চলে এবং দুর্ঘটনার আশঙ্কা থাকে।

রবিবার (২৬ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জামালপুর-এক্সপ্রেস ট্রেন উদ্বোধনসহ রেলের পাঁচটি প্রকল্পসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ১১টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। ‘জামালপুর-এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব-তারাকান্দি-জামালপুর-ঢাকা রুটে নতুন সংযোজন।

প্রধানমন্ত্রী বলেন, প্রচুর অর্থ খরচ করে পানি শোধনাগার করা হয়েছে। পানি ব্যবহারে আমাদের মৃতব্যয়ী হতে হবে। কল ছেড়ে ছেলেদের দাড়ি কামানো, দাঁত ব্রাশ করা, গোছল করা, রান্নার সময় পানি ব্যবহারে সচেতন হতে হবে। দরকার হলে বালতি, মগ ব্যবহার করেন।

তিনি বলেন, একটা দেশের উন্নতি করতে হলে শুধু রাজনৈতিক ভিত্তি মজবুত করলেই হবে না। গ্রামের তৃণমূল পর্যায়ের মানুয়ের উন্নতি ছাড়া কোনো দেশ উন্নতি করতে পারে না। যারা বিদেশে যায় তারা যেন ঘর বাড়ি বিক্রি না করে ব্যাংক থেকে যেন ঋণ নিয়ে বিদেশে যেতে পারে সেজন্য প্রবাশী কল্যান ব্যাংক করা হয়েছে।

উদ্বোধন হওয়া প্রকল্পগুলো হলো- বাংলাদেশ রেলওয়ের ঢাকা-বঙ্গবন্ধু সেতু ও পূর্ব-তারাকান্দি-জামালপুর-ঢাকা রুটে একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ‘জামালপুর এক্সপ্রেস’; ঢালারচর-পাবনা-রাজশাহী রুটে ‘ঢালারচর এক্সপ্রেস’ ও ফরিদপুর রুটে ‘রাজবাড়ী এক্সপ্রেস’ ট্রেনের রুট বর্ধিতকরণ এবং চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের র‌্যাক পরিবর্তন কার্যক্রম। পল্লী সঞ্চয় ব্যাংকের ডিজিটাল আর্থিক সেবা প্রদানের জন্য মোবাইল অ্যাপস ভিত্তিক ‘পল্লী লেনদেন’ কার্যক্রম; এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন ‘গুরুত্বপূর্ণ ৯টি ব্রিজ নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় ১৫ হাজার মিটার চেইনেজে তিতাস নদীর ওপর ৫৭৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু।

মানিকগঞ্জ জেলার সদর উপজেলাধীন মানিকগঞ্জ-সিঙ্গাইর আরএইচডি রাস্তায় কালিগঙ্গা নদীর ওপর ৪৫৬ মিটার পিসি গার্ডার সেতু। চট্টগ্রাম ওয়াসার চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় নির্মিত ‘শেখ রাসেল পানি শোধনাগার’ এর উদ্বোধন। খুলনা ওয়াসার ‘খুলনা পানি সরবরাহ প্রকল্প’ এর আওতায় নবনির্মিত ‘বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ১২ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App