×

জাতীয়

রাজধানীতে ডিবির অভিযানে ৮ অপহরনকারী আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০, ০৩:১৬ পিএম

রাজধানীর ডেমরা, মতিঝিল ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ২ জন অপহৃত উদ্ধারসহ ৮ অপহরনকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২৫ জানুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- ফকর উদ্দিন, মাহমুদুর রহমান রাসেল, রশিদুজ্জামান, তুষার, শফিকুল ইসলাম, এইচ এম মশিউর রহমান, ইমতিয়াজ আহমেদ, আরিফুল ইসলাম ও আবদুল্লাহ আল নোমান। সে সময় অপহরনকারীদের কাছ থেকে ১টি প্রাইভেট কার, ৩টি মোটর সাইকেল, ১টি পিস্তল, পুলিশের পোশাক উদ্ধার করা হয়। এ বিষয়ে রবিবার(২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) আব্দুল বাতেন বলেন, আসামিরা অপহরনকারী চক্রের সদস্য। এর আগেও তাদের বিরুদ্ধে অপহরণ মামলা হয়েছে। ওই মামলার বিষয়ে এরা কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলামের মক্কেল হন। পরিচয়ের সুবাধে অপহরণকারীরা আইনজীবীর সম্পদের খোঁজ খবর নেয়। এরপর আইনজীবীর ছেলেকেও অপহরণের চেষ্টা করে। তিনি আরো বলেন, অপহরনকারীরা মেসেঞ্জারে আইনজীবীর ছেলে তানজিব আল ইসলাম দিবসের সঙ্গে যোগাযোগ করে। এরপর কৌশলে গত ২১ জানুয়ারি দিবস ও তার মামা খালিদ হাসান ধ্রুবকে রাজধানীর মোহাম্মদপুর থেকে একটি প্রাইভেটকারে জোর করে তুলে নেয়। এরপর তাদের জিম্মি করে মারধরের পর পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপন দাবি করে। শুক্রবারের মধ্য টাকা না পেলে হত্যার হুমকি দেয়। উদ্ধারকৃত বিকাল বলেন, অপহরণের পর তাদের একটি কক্ষে আটকে রেখে নির্যাতনসহ চোখে কালো কাপড়, হাত-পা ও মুখ বেঁধে রাখা হয়। দিবস ধানমন্ডির একটি ইংলিশ মিডিয়াম স্কুলে এ-লেভেল এবং তার মামা ধ্রব ঢাকা কলেজ অনার্স প্রথম বর্ষের ছাত্র। তাদের বাসা মোহাম্মদপুর। আসামিদের আদালতে পাঠানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App