×

জাতীয়

বিএনপি ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার করে ছিলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০, ০৭:২২ পিএম

বিএনপি ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার করে ছিলো
বিরোধী দল বিএনপির এমপিদের ‘ভোটার তালিকা হালনাগাদের প্রয়োজন আদৌ আছে কিনা’ এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, বিরোধী দলীয় সদস্য যা বলেছেন, আমি কিন্তু আশ্চর্য হইনি। ওনাদের তো ভোট করার অভ্যাস নাই। ওনারা ভোটারবিহীন নির্বাচন করেন। বিএনপি তো অ্যানালগ, ডিজিটাল না। আমরা জনস্বার্থ রক্ষায় আইন করছি। তিনি বলেন, ওনারা করলেন ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার। ওনারা তো এই কথা বলবেন। ওনারা ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটার ছাড়া নির্বাচন করলেন, বঙ্গবন্ধুর খুনিদের ক্ষমতায় বসালেন। সংসদের ওই আসনে বসালেন। এই হচ্ছে ওনাদের নিয়ম-কানুন। রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ভোটার তালিকা (সংশোধন) বিল ২০২০ পাশের আগে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, আমরা জনগণের কথা বলি। জনস্বার্থ দেখি। আইনটা ১৯৮২ সাল থেকে শুরু হয়েছে, এই আইনটা ২০০০ সালে অর্ডিন্যান্সের মাধ্যমে আসছে। আমরা আইন প্রণয়ন করছি। ওনারা তো দেখেন না, সারা বছরই ভোটার তালিকা কার্যক্রম হচ্ছে। ভাঙা রেকর্ডের মতো পুরনো কথা বলেন। ওনারা তো অ্যানালগ, ডিজিটাল না। আমরা জনস্বার্থ রক্ষায় আইন করছি বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App