×

সারাদেশ

বাঁশখালীতে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে জলদস্যু নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০, ১১:৩৬ এএম

বাঁশখালীতে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে জলদস্যু নিহত
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর লটমনি পাহাড়ী এলাকায় র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে জলদস্যু মোরশেদ আলম (৩২) নিহত হয়েছে। নিহত মোরশেদ আলম চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ২নং ওয়ার্ডে মৃত ছিদ্দিক আহমদের ছেলে। শনিবার (২৫ জানুয়ারী) দিবাগত রাত ১টার দিকে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২টি ওয়ান সুটার গান, ১টি থ্রীহুলার (এলজি), ১৯ রাউন্ড গুলি এবং ৪টি রামদা উদ্ধার করেছে। র‌্যাব-৭ এর পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় জানানো হয়, সাধনপুর লটমনি পাহাড়ী এলাকায় ডাকাত দল ডাকাতির প্রস্তুতির জন্য অবস্থান করছিল। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা উক্ত স্থানে অভিযানে যায়। র‌্যাবের অবস্থান টের পেয়ে ডাকাত দল এলোপাতাড়ি গুলিবর্ষন শুরু করে, র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টাগুলি ছুঁড়লে ডাকাত দল পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মোরশেদ আলমের লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে পুলিশ খরব পেয়ে মোরশেদ আলমের লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার বলেন, মোরশেদ আলমের বিরুদ্ধে জলদস্যূতা, খুন, অস্ত্র, চাঁদাবাজিসহ ১৯টি মামলার তথ্য পাওয়া গেছে। র‌্যাব-৭ কমান্ডিং অফিসার (সিও) মোহাম্মদ তারিক আজিজ বলেন, র‌্যাবের টহল দল বাঁশখালী উপজেলায় সাধনপুর গেলে ডাকাত দল অবস্থা করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযানে চালানো হয়। এ সময় ডাকাতরা র‌্যাব সদস্যদের উদ্দেশ্যে গুলি ছুঁড়ে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়লে জলদস্যু মোরশেদ আলম গুলিবিদ্ধ হয়ে মারা যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App