×

জাতীয়

সাংবাদিকদের সঙ্গে ইসির বৈঠক রবিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ০৯:১৪ পিএম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সাংবাদিকদের আচরণ বিধি সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে রবিবার (২৬ জানুয়ারী) সকালে ১১ টায় সাংবাদিকদের সঙ্গে বৈঠকে করবে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

শনিবার (২৫ জানুয়ারি) ইসির পরিচালক জনসংযোগ মোহা. ইসরাইল স্বাক্ষরিত এ সংক্রান্ত এক নোটিশে বলা হয়, আসন্ন দুই সিটি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আগামী ২৬ জানুয়ারি বেলা ১১টায় ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে সিনিয়র সচিব মহোদয়ের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। তবে মূলত নির্বাচনে সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করতে কি কি নিয়ম কানুন মেনে কাজ করতে হবে সে বিষয়ে আলোচনা হবে, এবং সাংবাদিকদের নীতিমালা সম্পর্কে অবহিত করা হবে বলে মনে করা হচ্ছে।

এর আগে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পাটি, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা। সব মিলিয়ে রাজধানীতে বিরাজ করছে নির্বাচনী আমেজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App