×

খেলা

শুরুতেই উইকেট পতন, টেনশনে টাইগাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ০৩:৩৮ পিএম

শুরুতেই উইকেট পতন, টেনশনে টাইগাররা

মোহাম্মদ নাঈম।

শুরুতেই উইকেট পতন, টেনশনে টাইগাররা

এলবিডব্লিউ হয়ে আউট লিটন দাস।

পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টির সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ।  এক ওভার দুই বলের সময় শাহীন আফ্রিদির বলে উইকেটরক্ষক বাবর আজমের গ্লাভসবন্দী হয়ে শূণ্য রানে আউট হয়ে সাজ ঘরে ফিরে যান মোহাম্মদ নাঈম। এরপর দলিয় ২২ রানের মাথায় ৯ রান করে আউট হন মেহেদী হাসান। দলিয় ৪১ রানের মাথায় ব্যাক্তিগত আট রান করে এলবিডব্লিউ হয়ে নাঈম ও মেহেদীর পথ ধরেন লিটন দাস।

শেষ খবর পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১ ওভারে ৩ ইউকেট হারিয়ে ৬২ রান। ক্রিজে রয়েছেন তামিম ইকবাল এবং আফিফ হোসাইন। শাহীন আফ্রিদি, শাদাব খানি ও মোহাম্মদ হাসনাইন তুলে নেন একটি করে উইকেট।

তিন উইকেট হারিয়ে চাপে রয়েওেছ বাংলাদেশ। সিরিজে সমতায় ফিরতে হলে আজ জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের। মোহাম্মদ মিঠুনের পরিবর্তে দলে এসেছেন মেহেদী হাসান। তবে পাকিস্তান তাদের একাদশে কোনো পরিরর্তন আনেনি।

এর আগে শুক্রবার (২৪ জানুয়ারি) লাহোরে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হারে টাইগাররা। বাংলাদেশের দেওয়া ১৪১ রানের টার্গেটে খেলতে নেমে পাকিস্তান ৩ বল হাতে রেখেই পাচঁ উইকেটে জয় তুলে নেয়।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন।

পাকিস্তানের একাদশ: আহসান আলী, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাদাব খান, হারিস রৌফ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App