×

খেলা

ভারতের এগিয়ে যাবার মিশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ১০:১৬ পিএম

ভারতের এগিয়ে যাবার মিশন
ভারতের এগিয়ে যাবার মিশন
কদিন আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়েছে কোহলি বাহিনী। টিম ইন্ডিয়া ঘরের মাঠে শক্তিশালী তা নয়। এবার কিউইদের ঘরের মাঠে তাদেরই বধ করছে কোহলিরা। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে স্বাগতিকদের বিপক্ষে দাপটেই জিতেছে ভারত। ওই দিন ম্যাচে কিউইদের ৬ উইকেটে হারিয়েছে সফরকারীরা। রবিবার অকল্যান্ডে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি দুদল। যেহেতু প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত, তাই  জয়ের বিকল্প ভাবতে নারাজ কোহলি। তবে ঘরের মাঠে ভারতকে ছাড় দিতে নারাজ নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি ফরমেটে প্রথম ম্যাচে কোহলিদের শক্তি সম্পর্কে ধারণা পেয়েছে কিউইরা। তাই রবিবার প্রথম ম্যাচের ভুল-ত্রুটি শুধরে জিততে চান কেন উইলিয়ামসনের বাহিনী। ক্রিকেটপ্রেমীরা জানেন, অকল্যান্ডের ইডেন পার্ক ছোট মাঠ। এমনকি উইকেট ব্যাটিং স্বর্গ। তাই প্রায়ই হয়ে ওঠে বোলারদের জন্য বধ্যভ‚মি। তাই তো প্রথম ম্যাচে ব্যাট হাতে দাপট দেখিয়েছে দুদল। গত পরশু টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারতের দলপতি। ব্যাট হাতে কলিন মনরো, কেন উইলিয়ামসন ও রস টেইলর ভারতীয় বোলাদের পিটিয়ে তুলাধুনা করেছে। বুমরাহ, শামি, দুবে ও জাদেজা কেউ বল হাতে সুবিধা করতে পারেনি। তবে যাই হোক, ২০৩ রানের লক্ষ্যে ব্যাট হাতে ঠিকই দাপটে জয় তুলে নিয়েছে সফরকারীরা। এ জয়ে একটি রেকর্ডও গড়েছে ভারত। দেশের বাইরে এই প্রথম ২০০ রান তাড়ায় জিতেছে রবি শাস্ত্রীর শিষ্যরা। আগের রেকর্ড ছিল ২০১৮ সালে, ব্রিস্টলে ইংল্যান্ডের বিপক্ষে ১৯৮ রান টপকে জয়। আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেটি দুদলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ কোহলি চাইছে এগিয়ে যেতে। আর উইলিয়ামসন চায় সমতায় ফিরতে। যেহেতু ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ তাই দুদলেরই সিরিজ জয়ের সুযোগ আছে। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই নিজদের শক্তি প্রমাণের অপেক্ষায় আছে রবি শাস্ত্রীর শিষ্যরা। এর আগে প্রথম ম্যাচে ওপেনিংয়ে অভিজ্ঞ রোহিত শর্মা ব্যাট হাতে দাপট দেখাতে পারেনি। তাকে ওপেনিংয়ে সঙ্গ দেবেন লোকেশ রাহুল। তিনে যথারীতি ভারতের দলপতি বিরাট কোহলিকে দেখা যাবে। গত পরশু রোহিত শর্মা আউট হয়ে গেলেও দ্বিতীয় উইকেটে রাহুল ও কোহলির জুটি দলকে গড়ে দেয় জয়ের ভিত। ৫১ বলে ৯৯ রানের জুটি গড়েন দুজন। এ ছাড়া শ্রেয়াস আয়ার, মনিশ পান্ডে, শিভম দুবে, রিশাভ পন্ত ও শিভাম দুবে ব্যাট হাতে দুর্দান্ত খেলতে মরিয়া হয়ে আছে। আর বল হাতে ওয়াশিংটন সুন্দর, কুলদ্বীপ যাদব নিজদের চমক দেখাতে মুখিয়ে আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App