×

অর্থনীতি

বেভারেজে থাই উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ১২:০৬ পিএম

বেভারেজে থাই উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান

শিল্পমন্ত্রী নূরুল মজিদ।

বাংলাদেশের খাদ্য ও বেভারেজ শিল্পখাতে বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে। সম্ভাবনাময় এ শিল্পখাতে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী বেভারেজ শিল্প প্রতিষ্ঠান থাইবেভ (ThaiBev) এর প্রতি যৌথ বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

থাইল্যান্ড সফররত শিল্পমন্ত্রী শুক্রবার (২৪ জানুয়ারি) থাইবেভ (Thai Bev) পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আয়োজিত বৈঠকে এ আহ্বান জানান। বৈঠকে থাইবেভের (ThaiBev) ব্যবস্থাপনা পরিচালক থামনি রাচাকটরা, ভাইস প্রেসিডেন্ট উইচিট চিন্দাসমবেচারণ, স্যুটেক ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ডঃ তেরাপল প্রুকসেটরণ (Dr Terapol Prukasathorn), প্রেসিডেন্ট ড.পিট প্রুকসেটরণ ( Pit Prukasathorn PhD.), বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান অজিত কুমার পাল এফসিএ, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ জিয়াউর রহমান খান, মন্ত্রীর একান্ত সচিব মোঃ আবদুল ওয়াহেদ, শিল্প প্রতিমন্ত্রীর একান্ত সচিব শাহ্ মোমিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ওয়াহিদা মুসাররত অনীতা, শিল্প মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসার মো. আবদুল জলিল উপস্থিত ছিলেন।

থাই-বেভের কর্মকর্তারা জানান, ঐতিহ্যবাহী এ বেভারেজ কোম্পানি থাইল্যান্ডের পাশাপাশি চীন, মিয়ানমার, মালয়েশিয়া,স্কটল্যান্ড, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে ফুড ও বেভারেজ শিল্পে বিনিয়োগ করেছে । এর উৎপাদিত অ্যালকোহলিক পণ্যের পাশাপাশি পানি, সোডা, গ্রীন টিসহ অন্যান্য নন-অ্যালকোহলিক পণ্য বাজারে ব্যাপকহারে জনপ্রিয়। তারা অন্যান্য দেশের বিনিয়োগের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের ফুড ও বেভারেজশিল্পখাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

পরে শিল্পমন্ত্রী থাই -বেভের বিভিন্ন পণ্য উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় সফরকারী প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App