×

শিক্ষা

কুবিতে চলছে সমাবর্তনের শেষ প্রস্তুতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ০৮:২৩ পিএম

কুবিতে চলছে সমাবর্তনের শেষ প্রস্তুতি
কুবিতে চলছে সমাবর্তনের শেষ প্রস্তুতি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বহুল প্রতীক্ষিত ১ম সমাবর্তন উপলক্ষে চলছে শেষ সময়ের প্রস্তুতি। আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই মহাযজ্ঞকে ঘিরে ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২৫জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, কোটবাড়ী থেকে বিশ্ববিদ্যালয় রাস্তা মেরামত, অভ্যন্তরীন রাস্তার পাশে, ফাঁকা জায়গায় রংবেরঙের ফুলের গাছ লাগানো, ভবনগুলো নতুন রং করাসহ সৌন্দর্য্য বর্ধণের কাজ ইতোমধ্যেই শেষ করা হয়েছে। শেষ সময়ে চলছে এখন কেন্দ্রীয় খেলার মাঠে প্রায় সাড়ে ৪হাজার আসন বিশিষ্ট পেণ্ডেল তৈরি করা হয়েছে। এদিকে সমাবর্তন উপলক্ষে ক্যাম্পাসের ১ম ব্যাচ থেকে ৮ম ব্যাচ পর্যন্ত বিভিন্ন বিভাগের সাবেক শিক্ষার্থীরা এসেছে সমাবর্তনে অংশ নিতে। সাবেকদের সাথে বর্তমান শিক্ষার্থীদের মিলিত হওয়া এবং কিছু সময় একসাথে কাটানো সব মিলিয়ে যেন ঈদের আমেজ। সহস্র আবেগ ভালোবাসা মিশ্রিত এই মিলনমেলায় এক নতুন রুপ ধারণ করেছে পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে। এর মধ্যে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েটরা জানিয়েছেন তাদের আবেগ অনুভূতির কথা। "নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মতিউর রহমান বলেন, বড় ভাই ছোট ভাই সবার সাথে ক্যাম্পাসে এসেছি। যেদিকে যাই পুরনো সেই মুখগুলোর সাথে দেখা হচ্ছে। জীবনে আরেকবার এমন মিলিত হতে পারব কিনা জানি না। চেনা ক্যাম্পাস সেজেছে অপরুপ সাজে। এ এক অন্যরকম ভালো লাগা। সর্বোপরি ধন্যবাদ কুবি প্রশাসনকে সমাবর্তন আয়োজন করার জন্য।" অপরদিকে ২৭ জানুয়ারি সমাবর্তনের অনুষ্ঠান সূচি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েটদের বেলা সাড়ে ১২টা থেকে দুপুর দুইটার মধ্যে, আমন্ত্রিত অতিথিদেরকে দুপুর আড়াইটার মধ্যে আসন গ্রহণ করতে হবে। এর পর দুপুর ২টা ৫৫ মিনিটে শোভাযাত্রার মাধ্যমে সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হবে। বিকেল ৩টায় মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আগমনের পর জাতীয় সংগীত পরিবেশন, ৩টা ০৯ মিনিটে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক সমাবর্তনের উদ্বোধন ঘোষণা এবং পর্যায়ক্রমে উপাচার্য ড. এমরান কবির চৌধুরী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের(ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী,সমাবর্তন বক্তা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং সভাপতির ভাষণ প্রদান করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক ডিগ্রি এবং স্বর্ণপদক প্রদান করা হবে। সর্বশেষ বিকেল ৪টা ০৩ মিনিটে সমাবর্তনের আনুষ্ঠানিকতা শেষ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App