অস্ট্রেলিয়ান ওপেনে ছেলেদের এককের তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলছিলেন স্প্যানিশ টেনিসার রাফায়েল নাদাল ও আর্জেন্টাইন টেনিসার ফেদেরিকো দেলবোনিস। এই সময় হঠাৎ করে রাফায়েলের করা শট গিয়ে আঘাত করে রেফারির পাশে দাঁড়ানো এক বল গার্লের মুখে।
খেলা রেখে রাফায়েল দৌড়ে যান ওই বল গার্লের কাছে। বল গার্লের ক্যাপ উঠিয়ে দেখেন সে ঠিক আছে কিনা। রাফায়েল তখন ওই বল গার্লের কাছে দুঃখ্য প্রকাশ করেন। আর শেষে বল গার্লের গালে একটি চুম্বন করেন।
রাফায়েল নাদাল বিশ্বে পরিচিত একজন ভদ্র লোক হিসেবে। ২০১৯ সালে এ জন্য এটিপির স্পোর্টসম্যানশিপ অ্যাওয়ার্ডও জেতেন তিনি। ম্যাচশেষে এই ঘটনা নিয়ে নাদাল বলেন, ‘আমি আসলে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তাই তার কাছে দ্রুত ছুটে যাই। বলটি আসলে তার মুখে খুব জোড়ে আঘাত করে। তাই ভয়টা একটু বেশিই পেয়ে যাই আমি’।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।