রুটি নিয়ে চিন্তায় পাকিস্তান সরকার

আগের সংবাদ

লাইসেন্স পাওয়ার পর শর্ত ‘ভুলে’ যায় কর্তৃপক্ষ

পরের সংবাদ

করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৪১

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২০ , ১০:৩৫ পূর্বাহ্ণ আপডেট: জানুয়ারি ২৫, ২০২০ , ১২:৪১ অপরাহ্ণ

করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা ২৬ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। সেই সঙ্গে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় দেড় হাজার। শনিবার (২৫ জানুয়ারি) চীনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

করোনা ভাইরাসটির উৎপত্তি হয়েছে চীনের উহান শহরে। জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স ও সৌদি আরবসহ অন্তত ১১টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। এর আগে বিশ্বের নয়টি দেশে ২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানানো হয়। তবে শনিবার তালিকায় যুক্ত হলো অস্ট্রেলিয়ার নাম।

ভাইরাসটির কোনো ভ্যাকসিন আবিষ্কার না হওয়ায় এর সংক্রমণ থেকে বাঁচতে আক্রান্ত ব্যক্তিদের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

শুক্রবার (২৪ জানুয়ারি) ন্যাশনাল হেলথ কমিশন দেশজুড়ে মোট ৮৩০টি সংক্রমণের কথা নিশ্চিত করে। তবে জাতীয় পর্যায়ে এ সংক্রান্ত বিশদ কোনো ডাটা প্রকাশ করেনি কর্তৃপক্ষ। অবশ্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশের উহান শহরে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। শহর থেকে বের হওয়ার জন্য অনুমতি দেয়া হচ্ছে না  বাসিন্দাদের।

এমএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়